ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসছে সবচেয়ে বড় উড়োজাহাজ

প্রকাশিত: ০৫:৪৭, ৬ সেপ্টেম্বর ২০১৫

আসছে সবচেয়ে বড় উড়োজাহাজ

বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ তৈরির পরিকল্পনা করছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানি। ২০১৭ সাল থেকে কোম্পানিটি বিশ্বের সবচেয়ে বৃহদাকার উড়োজাহাজ তৈরির কাজ শুরু করবে এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রী পরিবহনে ‘৭৭৭-৯ এক্স’ নামে আকারের দিক থেকে এ যাবতকালের সবচেয়ে বড় উড়োজাহাজ বানাচ্ছে বোয়িং কোম্পানিটি। উড়োজাহাজটি চলবে দুটি ইঞ্জিনের সাহায্যে। বিশাল আকৃতির উড়োজাহাজের যে বেশ চাহিদা রয়েছে তা কোম্পানিটির ভাষ্য থেকেই বোঝা যায়। কোম্পানিটি জানিয়েছে, ইতোমধ্যে তারা ছয়টি এয়ারলাইন্স প্রতিষ্ঠান থেকে তিন শ’ বিশটি উড়োজাহাজ বানানোর অর্ডার পেয়েছে। বিশালাকৃতির উড়োজাহাজের ডানাও বেশ বড়। তবে চিন্তা নেই। বিমানবন্দরে ধারণ করার জন্য এর দীর্ঘাকৃতির ২৩৫ ফুট ডানা ভাঁজ করে রাখা যাবে। ড্রিমলাইনার ৭৮৭-এর চেয়ে ৭৭৭-৯ এক্স-এর কেবিন, দরজা আরও বড় ও উন্নত। প্রতিদ্বন্দ্বী এয়ারবাস এ ৩৫০-১০০০-এর চেয়ে ৭৭৭-৯ এক্স-এর কেবিন ১৬ ইঞ্চি প্রশস্ত। এই বড় উড়োজাহাজের আরেকটি সুবিধা হলো এর জ্বালানি খরচ কম হবে ১২ শতাংশ। যে কারখানায় এই বিশালাকৃতির উড়োজাহাজ তৈরির পরিকল্পনা করা হয়েছে, তার আয়তনও পঁচিশটি ফুটবল মাঠের সমান। -ওয়েবসাইট
×