ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে অনুশীলন সমাপ্ত

প্রকাশিত: ০৫:৫৭, ৬ সেপ্টেম্বর ২০১৫

ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা  নিয়ে অনুশীলন  সমাপ্ত

সশস্ত্র বাহিনী বিভাগ ও ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের যৌথ উদ্যোগে ঢাকা শহরে সম্ভাব্য ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ এ্যান্ড এক্সচেঞ্জ সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মইনুল ইসলাম, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন ডেভিড মিলি, ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল গ্রেগরী সি. বিলটন এবং উর্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সকল দেশী বিদেশী সংস্থার ১৫০ প্রতিনিধি এ অনুশীলনে অংশগ্রহণ করছেন।Ñআইএসপিআর।
×