ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আত্মসাত করা ২০ টন রড উদ্ধার

প্রকাশিত: ০৬:১৯, ৬ সেপ্টেম্বর ২০১৫

চট্টগ্রামে আত্মসাত  করা ২০ টন রড  উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ট্রান্সপোর্ট মালিক আত্মসাতকৃত প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের রড উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সন্দ্বীপ থানাধীন গুপ্তছড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসব রড উদ্ধার করা হয় শুক্রবার রাতে। এ ঘটনায় মেসার্স প্যাসিফিক ট্রেড এ্যান্ড ক্যারিয়ারের মালিককে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, চট্টগ্রামের খাতুনগঞ্জে মেসার্স জামান এন্টারপ্রাইজের ক্রয় করা ২০ টন রড পরিবহনের জন্য দেয়া হয়। সিলেটের আম্বরখানার মেসার্স শাহ জালাল ট্রেডিংয়ে এসব রড পৌঁছানোর কথা ছিল। কিন্তু গত ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত রডগুলো না পৌঁছানোর কারণে ট্রাকের চালককে ফোন করা হয়। কিন্তু চালকের ফোন নাম্বার বন্ধ থাকায় ক্রেতাপক্ষ যোগাযোগ করতে পারেনি। এ ব্যাপারে ট্রান্সপোর্ট মালিক উত্তম কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভিন্ন ভিন্ন মন্তব্য করেন। এ ঘটনায় মেসার্স জামান এন্টারপ্রাইজের ম্যানেজার বাদী হয়ে ট্রান্সপোর্ট মালিক উত্তম কুমার সাহা ও গাড়ি চালকের বিরুদ্ধে সদরঘাট থানায় একটি মামলা দায়ের করে। পরে মামলাটি মহানগর গোয়েন্দা বিভাগের নিকট পাঠিয়ে দেয়া হয়।
×