ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে কোটি টাকা নিয়ে হাওয়া প্রতারক চক্র

প্রকাশিত: ০৬:২১, ৬ সেপ্টেম্বর ২০১৫

লক্ষ্মীপুরে কোটি টাকা নিয়ে হাওয়া  প্রতারক চক্র

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৫ সেপ্টেম্বর ॥ ঢাকার ওপেক্স ইন্টারন্যাশনাল কোম্পানির কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে প্রতারক চক্র। মূল হোতা ইমাম হোসেন জনি ধরা পড়লেও অন্য সদস্যরা এখন পলাতক রয়েছেন। বর্তমানে তাকে আইনের ফাঁক গলিয়ে ছাড়িয়ে নেয়ার চেষ্টা ও বিদেশে পালিয়ে যেতে প্রতারক চক্রের অন্য সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এসব টাকা উদ্ধার ও বাকি প্রতারকদের গ্রেফতারের দাবিতে শনিবার সকালে লক্ষ্মীপুরের স্থানীয় পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ওপেক্স ইন্টারন্যাশনাল কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার ওমর ফারুক চৌধুরী। সম্মেলনে ওমর ফারুক চৌধুরী অভিযোগ করেন, ঢাকার মতিঝিলে অবস্থিত ভিশন ক্যাপিটেল ম্যানেজম্যান্ট লিঃ এর কর্মকর্তা ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে ইমাম হোসেন জনি। এ সুবাদে ঢাকার শেরেবাংলা রোড ঝিগাতলায় অবস্থিত ওপেক্স ইন্টারন্যাশনাল কোং-এর সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ইমাম হোসেন জনি তার ব্যবসায় বিনিয়োগের জন্য নগদ ও ব্যাংক চেকের মাধ্যমে তার কাছ থেকে বিভিন্ন সময়ে সর্বমোট এক কোটি ৫৯ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেন। পরে বিনিয়োগকৃত টাকা ফেরত চাইলে জনি প্রতারণার আশ্রয় নিয়ে ঢাকা থেকে পালিয়ে তার নিজ এলাকা লক্ষ্মীপুরে এসে আত্মগোপন করে। এ ব্যাপারে ১৩ আগস্ট ওমর ফারুক বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় ৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা করেন। পরে পুলিশ প্রতারক চক্রের মূল হোতা জনিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। বর্তমানে জনি কারাগারে রয়েছে। প্রতারক চক্রের অন্যদের গ্রেফতারের দাবি এবং বিনিয়োগকৃত টাকা ফিরিয়ে পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ী।
×