ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাহানের নৈপুণ্যে মুগ্ধ রাহুল

প্রকাশিত: ০৬:২৭, ৬ সেপ্টেম্বর ২০১৫

রাহানের নৈপুণ্যে মুগ্ধ রাহুল

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৩ সালে অভিষেকের পর ১৮ টেস্টে ৪ সেঞ্চুরি ও ৭ হাফসেঞ্চুরি অজিঙ্কা রাহানের। অস্ট্রেলিয়ার বাউন্সি কন্ডিশন, কি শ্রীলঙ্কার স্পিনিং ট্র্যাকÑ সর্বত্র সাবলীল ব্যাটিংয়ের জন্য অনেকেই তার মাঝে রাহুল দ্রাবিড়ের ছায়া দেখেন। এবার একধাপ এগিয়ে মন্তব্য করলেন স্বয়ং রাহুল, ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি বললেন, রাহানের হাতে তার চেয়েও বেশি শট আছে! ভবিষ্যতে বহুদূর যাবে ২৭ বছরের এই মহারাষ্ট্র প্রতিভা। পাশাপাশি লঙ্গার ভার্সনে ডানহাতি ব্যাটসম্যানের জন্য ‘পাঁচ নম্বর’ পজিশনই উপযুক্ত বলে মনে করেন ‘দ্য ওয়াল’। টেস্টে রাহানের ব্যাটিং পজিশন কি হওয়া উচিত, পাঁচ না তিনÑ এই নিয়ে দিধান্বিত ভারতীয় ম্যানেজমেন্ট। ছোট্ট ক্যারিয়ারে তাকে একাধিক পজিশনে ব্যাট করতে হয়েছে। এ নিয়ে রাহুলের বক্তব্য, ‘আমার মনে হয়, ও পাঁচ অথবা চার নম্বরে খুবই ভাল। কারণ টেল-এন্ডারদের সঙ্গে ব্যাট করতে পারে। দ্বিতীয় নতুন বলটাও দারুণভাবে সামলে নিতে পারে। সব মিলিয়ে রাহানের মাঝে আমি পরিপূর্ণ এক ব্যাটসম্যানের ছায়া দেখতে পাই।’ শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে হেরেও শেষ পর্যন্ত টানা দুই জয়ে ২-১এ সিরিজ জয় করে বিরাট কোহলির দল। প্রথম টেস্টে পাঁচে নামা রাহানে শেষ দুটিতে খেলেছেন তিন নম্বরে। ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তের সমালোচনা করে আরেক গ্রেট সুনীল গাভাস্কার বলেন, ‘রাহানে এতই চুপচাপ যে কাউকে কিছু বলবে না। যা করতে বলা হবে, মুখ বুজে কেবল সেটাই করে যাবে। কারণ ও দ্রাবিড় ঘারণার ক্রিকেটার।’ রাহানের সঙ্গে নিজের মিল দেখেন কি না? এমন প্রশ্নে রাহুলের উত্তর, ‘আমি তো একটা মিলই খুঁজে পাই। আমাদের দুজনকেই জাতীয় দলে ঢোকার জন্য চার-পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে, ঘরোয়া ক্রিকেটে বছরে পর বছর করতে হয়েছে প্রচুর রান। তিনি আরও যোগ করেন, ‘তবে এটা ঠিক রাহানের হাতে আমার চেয়ে বেশি শট আছে। গত কয়েকটা সফরে ওই আমাদের সেরা ব্যাটসম্যান।’ শ্রীলঙ্কায় দীর্ঘ ২২ বছর পর সিরিজ জয়ে বড় অবদান ভারতীয় বোলারদের, বিশেষ করে স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। স্পিনের বিপক্ষে কোহলিদের ব্যাটিং ঠিক আশাজাগানিয়া ছিল না। কিন্তু রাহানের প্রতিজ্ঞ, ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে আরও ভাল করবেন তারা। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় আমার পেসারদের দারুণ সামলেছি। কিন্তু শ্রীলঙ্কায় স্পিনারদের বিপক্ষে প্রত্যাশ পূরণ করতে পারিনি। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিনের আরও ভাল করতে চেষ্টা করব।’ টেস্ট অধিনায়ক বিরাট কোহলির পাঁচ বোলার স্ট্রাটেজি নিয়ে রাহনের মন্তব্য, ‘আমাদের কাজ হচ্ছে বোর্ডে দ্রুত রান তুলে দেয়া, যাতে বোলাররা প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নিতে সময় পায়।’ কলম্বোয় সিরিজ বাঁচিয়ে রাখার দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতানোর রাহানে ফিল্ডার হিসেবেও দুর্দান্ত। গড়েছেন এক টেস্টে সর্বোচ্চ ৮ ক্যাচ নেয়ার বিশ্বরেকর্ড। নিজের ফিল্ডিং নিয়ে বলতে গিয়ে কৃতিত্বটা রাহুলকে দিয়েছেন রাহানে, ‘বিশ্বের সেরা সিøপ ফিল্ডারের (রাহুল) সঙ্গে খেলেছি। ফিল্ডিং কোচের সঙ্গে রোজ ৫০-১০০ ক্যাচ নেয়ার প্র্যাকটিস করেছি। সিøপ-ফিল্ডিংয়ে ভাল করতে চাই ধৈর্য, স্থিরতা আর এ্যান্টিসিপেশন (অনুমান ক্ষমতা)।’ উল্লেখ্য, আইপিএলে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের অধীনে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন রাহানে। সেদিকে ইঙ্গিত করে একথা বলেন তিনি।
×