ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সানলাইফ ইন্স্যুরেন্সের এজিএম ১৫ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৫:৫৭, ৭ সেপ্টেম্বর ২০১৫

সানলাইফ ইন্স্যুরেন্সের  এজিএম ১৫ সেপ্টেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ জীবন বীমা কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের জন্য ৬ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। পূর্বঘোষণা অনুসারে, ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে এজিএম আয়োজন করবে সানলাইফ ইন্স্যুরেন্স। সর্বশেষ অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির নিট জীবন বীমা তহবিলের আকার ৬ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা বেড়ে ৩৪৭ কোটি টাকা ছাড়িয়েছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক মাসে শেয়ারের সর্বনিম্ন দর ছিল ২৭ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ দর ৩২ টাকা। ছয় মাসে সর্বনিম্ন দর ২৫ টাকা ও সর্বোচ্চ ৩৭ টাকা ৭০ পয়সা। ২০১৩ সালে কোম্পানিটি ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। ২০১৩ সালেই শেয়ারবাজারে আসা সানলাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৩ কোটি ১০ লাখ টাকা।
×