ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্টোসার-আজারেঙ্কা শেষ ষোলোতে

জয়ের ধারা অব্যাহত সিমোনা-কেভিতোভার

প্রকাশিত: ০৬:১৫, ৭ সেপ্টেম্বর ২০১৫

জয়ের ধারা অব্যাহত সিমোনা-কেভিতোভার

স্পোর্টস রিপোর্টার ॥ ইউএস ওপেনে জয়ের ধারা অব্যাহত রেখেছেন হ্যালেপ-কেভিতোভা-স্টোসার এবং আজারেঙ্কারা। শনিবার দারুণ জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে তারা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কা তৃতীয় পর্বে এ্যাঞ্জেলিক কারবারকে পরাজিত করেন। সিমোনা হ্যালেপ জয় পেয়েছেন আমেরিকার শেলীব রজার্সকে। তাছাড়া পেত্রা কেভিতোভা সেøাভাকিয়ার এ্যানা ক্যারোলিনাকে, ফ্লাভিয়া পেনেত্তা পেত্রা চেটকোভস্কাকে এবং সাবিনে লিসিকি পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রিকোভাকে। চতুর্থ রাউন্ডেও নিজেদের সেরাটা ঢেলে দিতে চান তারা। বছরের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের আগে নিউ হ্যাভেন ওপেনের শিরোপা জিতেন পেত্রা কেভিতোভা। তাই ফ্লাশিং মিডোয় ফেবারিট হিসেবেই কোর্টে নামেন তিনি। পারফর্মেন্সের ধারাবাহিকতা এখন পর্যন্ত ঠিকই ধরে রেখেছেন টুর্নামেন্টের পঞ্চম বাছাই কেভিতোভা। শনিবার বছরের শেষ মেজর টুর্নামেন্টের তৃতীয় পর্বে তিনি ৬-২ ও ৬-১ গেমে সহজেই পরাজিত করেন সেøাভাকিয়ার এ্যানা ক্যারোলিনা শোমিদলোভাকে। সুদীর্ঘ ক্যারিয়ারে দুটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতেছেন কেভিতোভা। দুটিই আবার উইম্বলডনে। আর চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকার সবচেয়ে বাজে পারফর্মেন্স এই ইউএস ওপেনে। অস্ট্রেলিয়া এবং ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠলেও এই ইউএস ওপেনে সর্বোচ্চ ফলাফল চতুর্থ রাউন্ড। যে কারণে এবার তার সামনে কঠিন চ্যালেঞ্জ। ২০০৯ সালে প্রথমবারের মতো এই ইভেন্টের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছিলেন তিনি। কয়েক বছর বিরতির পর ২০১২ সালে আবারও চতুর্থ পর্বে ওঠেন কেভিতোভা। কিন্তু দুইবারই পরাজয়ের লজ্জা নিয়ে কোর্ট ত্যাগ করতে হয় তাকে। এবারও সেই শেষ ষোলোতে অবস্থান করছেন তিনি। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে তার প্রতিপক্ষ এখন ব্রিটিশ কোয়ালিফায়ার জোনা কন্টে। এবার পারবেন কী চতুর্থ পর্বের বাধা পেরুতে? ভক্ত-অনুরাগীদের সেটাই এখন দেখার অপেক্ষা। টেনিস কোর্টের সময়টা ভাল কাটছে না ভিক্টোরিয়া আজারেঙ্কার। ২০১২-১৩ মৌসুমেও ঔজ্জ্বল্য ছড়িয়েছেন তিনি অথচ মাঝের বছর দুয়েক নিজেকে গুটিয়ে নিয়েছেন বেলারুশ সুন্দরী। তবে চলতি মৌসুমে আবারও কোর্টে স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। এখন পর্যন্ত ইউএস ওপেনে খেলছেনও দুর্দান্ত। তৃতীয় পর্বের ম্যাচে কঠিন লড়াইয়ে বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া ৭-৫, ২-৬ এবং ৬-৪ গেমে জয় তুলে নেন। এমন জয়ে সন্তুষ্ট ২৬ বছর বয়সী এই বেলারুশ তারকা। তবে দ্বিতীয় সেটে হেরেও ঘুরে দাঁড়ানোর রহস্যের কথা জিজ্ঞেস করলে আজারেঙ্কা সরাসরি জানিয়ে দেন, ‘সবই কোচের পরিকল্পনা। তার পরিকল্পনা-অনুযায়ীই খেলছি আমি।’ তৃতীয় পর্বে রোমাঞ্চকর জয় পেয়েছেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। এদিন তিনি ১৬তম বাছাই ইতালির সারা ইরানিকে হারিয়ে শেষ ষোলোর টিকেট কাটেন। ২০১১ সালের চ্যাম্পিয়ন স্টোসার তৃতীয় রাউন্ডে ৭-৫, ২-৬ এবং ৬-১ গেমে পরাজিত করেন ইতালির সারা ইরানিকে। ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন স্টোসার। শুধু তাই নয়, তিনিই এই টুর্নামেন্টে সেরেনা উইলিয়ামসকে সর্বশেষ হারানো কোন টেনিস খেলোয়াড়। তাই স্টোসারের জন্য এটাই স্বরূপে ফেরার এক টুর্নামেন্ট। চতুর্থ পর্বেও অস্ট্রেলিয়ান তারকার আরেক প্রতিপক্ষ ইতালিয়ান। তিনি হলেন ইতালিয়ান তারকা ফ্লাভিয়া পেনেত্তা। ২০১৩ সালে ইউএস ওপেনের সেমিফাইনালিস্ট ফ্লাভিয়া পেনেত্তা গত কয়েক মৌসুম ধরেই পাদপ্রদীপের আলোয় অবস্থান করছেন। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরার সুযোগ পাচ্ছেন না। তবে ইএএস ওপেনে এবার পারফর্মেন্সের ধারাবাহিকতা বাকি ম্যাচগুলোতেও ধরে রাখতে চান স্টোসার। এছাড়াও রোমানিয়ার প্রতিভাবান তারকা সিমোনা হ্যালেপ ৬-২, ৬-৩ গেমে সহজেই পরাজিত করেন আমেরিকার শেলীব রজার্সকে। সাবিনে লিসিকি ৬-৪, ৪-৬ এবং ৭-৫ গেমে চেক তারকা বারবোরা স্ট্রিকোভাকে এবং জোনা কন্তে ৭-৬ ও ৬-৩ গেমে জার্মানির আন্দ্রেয়া পেটকোভিচকে হারিয়ে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেন।
×