ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউএস ওপেনের শেষ আটে জোকোভিচ

প্রকাশিত: ০৬:৪৭, ৮ সেপ্টেম্বর ২০১৫

ইউএস ওপেনের শেষ আটে জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারা অব্যাহত রেখেছেন নোভাক জোকোভিচ। দারুণ জয়েই ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। তবে, সার্বিয়ান টেনিস তারকাকে চতুর্থ পর্বের বাধা পেরুতে ঘাম ঝরাতে হয়েছে। স্পেনের রবার্তো বাতিস্তা অগাটের বিপক্ষে সরাসরি সেটে জিততে পারেননি তিনি। এবারের আসরে এদিনই প্রথম এক সেটে হার মানেন নোভাক জোকোভিচ। তবে এটি ছিল তার টানা ২৬তম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠার রেকর্ড। রবিবার আর্থার এ্যাশ টেনিস স্টেডিয়ামে ফেবারিট হিসেবেই কোর্টে নামেন জোকোভিচ। কিন্তু কোর্টে নিজের সেরাটা দিতে ব্যর্থ হন তিনি। চতুর্থ রাউন্ডের প্রথম সেটটি ৬-৩ গেমে জিতে অভিযান শুরু করলেও পরের সেটেই হার মানেন এই সার্বিয়ান। স্পেনের বাতিস্তা অগাট দ্বিতীয় সেট (৬-৪) জিতে নেন। তবে জাত চ্যাম্পিয়ন বলে কথা। ৬-৪, ৬-৩ গেমে পরের দুই সেট জিতে শেষ আট নিশ্চিত করেন জোকোভিচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের শীর্ষ বাছাই বলেন, ‘সে দারুণ লড়াই করেছে। এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। প্রকৃতপক্ষেই দুর্দান্ত এক ম্যাচ খেললাম। তার বিপক্ষে কোন ফ্রি পয়েন্ট পাইনি। আমাকে সেরাটা দিয়েই তার বিপক্ষে জিততে হয়েছে।’ কোয়ার্টার ফাইনালে আরেক স্প্যানিশ টেনিস খেলোয়াড় ফেলিসিয়ানো লোপেজের মুখোমুখি হবেন জোকোভিচ। যিনি ফ্যাবিও ফোগনিনিকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন। আগের রাউন্ডে টেনিসের সেরা তারকা রাফায়েল নাদালকে হারিয়েই চতুর্থ পর্বে উঠেছিলেন ফোগনিনি। আর সেই ফোগনিনিকেই হারিয়ে শেষ আটে জায়গা করে নেন লোপেজ। তাই তার বিপক্ষে লড়াইটা যে কঠিন হবে সেটা অনুমিতই। নোভাক জোকোভিচও মানছেন তা। জোকোভিচও ছাড়াও বছরের শেষ মেজর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সের জো উইলফ্রেইড সোঙ্গা এবং ক্রোয়েশিয়ার ম্যারিন চিলিচ। আজ চতুর্থ পর্বে কঠিন পরীক্ষার সামনে রজার ফেদেরার। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের জন ইসনারের। টেনিসের জীবন্ত কিংবদন্তি ফেদেরার। কিন্তু গত দুই মৌসুম ধরেই কোর্টে নিজের ছায়া। তবে চলতি বছর স্বরূপে ফেরার সর্বাত্মক চেষ্টা করেছেন তিনি। র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে ফেরা ছাড়াও গত উইম্বল্ডনের ফাইনাল খেলেছেন ফেড এক্সপ্রেস। এবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য জন ইসনারের বিপক্ষে জয়ের বিকল্প নেই তার। জয়ের আত্মবিশ্বাস নিয়েই কোর্টে নামার কথা জানিয়েছেন ফেদেরারও। বাকিটা এখন সময়ের হাতে।
×