ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইসলাম ও নৈতিক শিক্ষা

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:২৯, ৮ সেপ্টেম্বর ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

১. হযরত উমর (রা) রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ কাদের সঙ্গে পরামর্শ করে সম্পাদন করতেন? ক) মন্ত্রীবর্গের খ) বন্ধুদের গ) সাহাবিগণের ঘ) বিচারকগণের ২. কোথায় প্রথম কুরআন নাযিল হয়? ক) ওহুদ পাহাড়ে খ) কাবাগৃহে গ) হেরাগুহায় ঘ) বাইতুল মুকাদ্দাসে ৩. কবির দশম শ্রেণির ছাত্র। মাঝে মাঝে তার মনের মধ্যে নানা ধরনের কুচিন্তা আসে। সে প্রচ-ভাবে কুচিন্তাগুলোকে প্রতিহত করে। তার এ কুচিন্তা প্রতিহত করা- র. বৃহত্তর জিহাদ রর. জিহাদে সগির ররর. বাতেনি জিহাদ নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৪. কুরআন কার বাণী? ক) আল্লাহ তায়ালার খ) জিব্রাঈল (আ) - এর গ) মুহাম্মদ (স) - এর ঘ) সাহাবাদের (রা) - এর ৫. মিতব্যয়ী ব্যক্তি কার নিয়ামতের যথাযথ ব্যবহার করে? ক) আল্লাহর খ) রাসুল (স) এর গ) পিতামাতার ঘ) নিজের ৬. জীবনের শ্রেষ্ঠ সম্পদ ও মৌলিক মানবীয় গুণ কোনটি? ক) অর্থসম্পদ খ) আখলাক গ) সময় ঘ) বিদ্যা ৭. প্রত্যেক ধনী মুসলমানকে জীবনে একবার হজ করতে হবে- র. শরিয়তের বিধান অনুসারণ করার জন্য রর. আল্লাহর নির্দেশ পালনের জন্য ররর. বায়তুল্লাহ যিয়ারতের জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৮. ভিন্ন ভিন্ন রীতিতে কুরআন পাঠে কাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়? ক) আরবদের খ) অনারবদের গ) হিজাজিদের ঘ) মিসরীয়দের ৯. প্রতারণা দ্বারা অর্জিত জীবিকা কিরূপ হয়? ক) হারাম খ) মাকরুহ গ) মোবাহ ঘ) হালাল ১০. কিয়ামতের বিভীষিকা এবং জান্নাতের অনুপম শান্তি ও জাহান্নামের শাস্তির বর্ণনা প্রাধান্য লাভ করেছে কিসে? ক) মাক্কি সূরায় খ) মাদানি সূরায় গ) ইজমায় ঘ) কিয়াসে ১১. শিশু বয়স থেকে হযরত আলি (রা) কার সঙ্গে লালিত-পালিত হন? ক) হযরত আবু বকর (রা) খ) হযরত যায়িদ বিন সাবিত (রা) গ) হযরত মুহাম্মদ (স) ঘ) হযরত আনাস (রা) ১২. “হে মানবমন্ডলী! মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শরসমূহ ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। অতএব এগুলো বর্জন কর।”-আয়াতটি কোন সূরার আয়াত? ক) সূরা মুমিন খ) সূরা আর রাহমান গ) সূরা মায়িদাহ ঘ) সূরা আল-আনফাল ১৩. “যখন কোন লোক কথা বলে প্রস্থান করে, তখন সে কথাও এক প্রকার আমানতস্বরূপ।” কোন গ্রন্থে রয়েছে? ক) রিপাবলিক খ) বাইবেল গ) আবু দাউদ ঘ) নাসাই ১৪. “শৃঙ্খলাপূর্ণ পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না।” কথাটি কোন সূরায় বর্ণিত? ক) সূরা নাহল খ) সূরা আ’রাফ গ) সূরা বাকারা ঘ) সূরা মরিয়ম ১৫. আখলাক বলতে কী বোঝায়? ক) সচ্চরিত্র খ) দুশ্চরিত্র গ) আখলাকে হামীদাহ ঘ) সচ্চরিত্র ও দুশ্চরিত্র দুটোই ১৬. কোন বিশ্বাস মানুষকে দায়িত্বশীল ও সৎকর্মশীল- করে তোলে? ক) রিসালাতে বিশ্বাস খ) আল্লাহতে বিশ্বাস গ) কালিমায় বিশ্বাস ঘ) আখিরাতে বিশ্বাস ১৭. ছাত্র তার শিক্ষক থেকে কীসের উত্তরাধিকারী হয়? ক) সম্পদের খ) জ্ঞানের গ) চাকরির ঘ) অর্থের ১৮. ইসলামি শরিয়তের প্রথম পরিভাষা কয়টি? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ১৯. যাকাত না দেওয়া কাদের কাজ? ক) মুশরিকের খ) কাফিরের গ) মুমিনের ঘ) মুনাফিকের ২০. আল্লাহ বলেন, “অতএব হে জ্ঞানিগণ! তোমরা উপদেশ গ্রহণ কর।” এ আয়াত দ্বারা আল্লাহ তায়ালা কিসের প্রতি ইঙ্গিত দিয়েছেন? ক) ‘সুন্নাহর খ) ইজমার গ) কিয়াসের ঘ) ইলমে শরিয়তের
×