ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিএসইসির জনবল বাড়ছে

প্রকাশিত: ০৪:২১, ৯ সেপ্টেম্বর ২০১৫

বিএসইসির জনবল বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জনবল বাড়ছে। আরও ৩৪১টি পদ সৃজনের প্রস্তাবে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এর জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ ও সচিব কমিটির অনুমোদন প্রয়োজন হবে। এ অনুমোদন পেলে পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল নিয়োগ করতে পারবে বিএসইসি। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বিএসইসি সূত্রে জানা গেছে, বর্তমানে সংস্থাটিতে জনবল রয়েছে ১৬৪জন। ১৬৪ জনবল দিয়ে সংস্থাটি এতদিন ট্রেকহোল্ডার, মার্চেন্ট ব্যাংক, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, কাস্টোডিয়ান সেবাদানকারী প্রতিষ্ঠান, ট্রাস্টি এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোসহ প্রায় ১১৭০টি প্রতিষ্ঠানের দেখভাল করে আসছে। এর বাইরে তাদেরকে নতুন আইন, বিভিন্ন প্রজেক্টে কাজ করতে হয়। সংস্থাটির কাজের পরিধির তুলনায় জনবল খুবই নগণ্য।এ অবস্থায় বিএসইসিকে শক্তিশালী করে পুঁজিবাজারকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে জনবল বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। ১৯৯৩ সালের ৪ জুন সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নামে সংস্থাটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১২ সালে সংস্থাটির নামের পূর্বে যুক্ত হয় বাংলাদেশ শব্দটি। বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নামে কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন সময়ে সংস্থাটিকে সরকার ১৬৪ জন জনবল দিয়েছে। নতুন ৩৪১ জন মিলে মোট জনবল হবে ৫০৫ জন। নতুন এই জনবল পেলে সংস্থাটির কাজের গতি আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
×