ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউএস ওপেনের শেষ আটে ফেদেরার-ওয়াওরিঙ্কা

প্রকাশিত: ০৬:৪২, ৯ সেপ্টেম্বর ২০১৫

ইউএস ওপেনের শেষ আটে ফেদেরার-ওয়াওরিঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ আগেই বিদায় নিয়েছিলেন কেই নিশিকোরি ও রাফায়েল নাদাল। তাদের পদাঙ্ক অনুসরণ করলেন বিশ্বের তিন নম্বর ব্রিটেনের এ্যান্ডি মারে। ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে দক্ষিণ আফ্রিকার কেভিন এ্যান্ডারসনের কাছে হেরে ছিটকে গেছেন তিনি। তবে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সুইজারল্যান্ডের দুই তারকা দুই নম্বর বাছাই রজার ফেদেরার ও পাঁচ নম্বর স্টানিসলাস ওয়াওরিঙ্কা। ফেদেরার সরাসরি সেটে জিতলেও ১৩ নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের জন ইসনার দারুণ লড়েছিলেন। আর ওয়াওরিঙ্কার বিপক্ষে আরেক মার্কিন তারকা ডোনাল্ড ইয়াং লড়াই করলেও শেষ পর্যন্ত হেরে গেছেন। এছাড়া শেষ আটে উঠেছেন ১২ নম্বর বাছাই ফরাসী তারকা রিচার্ড গ্যাসকুয়েট। গত পাঁচ বছরে যত গ্র্যান্ডসøামে অংশ নিয়েছেন সবগুলোতেই অন্তত কোয়ার্টার ফাইনাল খেলেছেন মারে। ব্রিটিশ এই তারকা বর্তমানে এটিপি র‌্যাঙ্কিংয়ে আছেন তিন নম্বরে। কিন্তু এ বছরের শেষ গ্র্যান্ডসøাম ইউএস ওপেন থেকে আগেভাগেই বিদায় নিলেন তিনি। ১৫তম বাছাই দক্ষিণ আফ্রিকান তরুণ এ্যান্ডারসনের কাছে দীর্ঘ লড়াইয়ের পর নতি স্বীকার করেন ৭-৬ (৭-৫), ৬-৩, ৬-৭ (২-৭), ৭-৬ (৭-০) সেটে। ২০১০ সালের পর থেকে টানা ১৮ মেজর আসরে কোয়ার্টার ফাইনাল খেলেছিলেন, এবার সেটার সমাপ্তি ঘটল। হারের পর মারে বলেন, ‘এমন ধারাবাহিকতা এসেছিল দীর্ঘ কয়েক বছরের কঠোর পরিশ্রম ও সাধনার মাধ্যমে। কিন্তু এবার সেটার সমাপ্তি ঘটায় সত্যিই হতাশার। ধারাবাহিকতাটা হারানোই কঠিন। বিশেষ করে এ ধরনের ম্যাচ হারাটা সত্যিই কষ্টের। এ ম্যাচটি চার ঘণ্টার বেশি সময় ধরে হয়েছে।’ আর এ্যান্ডারসন বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি কোয়ার্টারে উঠতে পেরে দারুণ উত্তেজিত। এ্যান্ডির মতো কাউকে হারানো আমার কাছে মনে হচ্ছে যেন অনেক বড় একটা পদক্ষেপ নিতে পেরেছি। এটা সত্যি বিস্ময়কর।’ মারের বিদায়ের দিন ৬ নম্বর বাছাই চেক তারকা টমাস বার্ডিচও ছিটকে গেছেন। তাকে ২-৬, ৬-৩, ৬-৪ ও ৬-১ সেটে হারিয়ে শেষ আটে উঠেছেন গ্যাসকুয়েট। এছাড়া ফেদেরার তীব্র লড়াইয়ের পর জিতে গেছেন। এবার ক্যারিয়ারের ষষ্ঠ ইউএস ওপেন জয়ের মিশন এ সুইস তারকার। তিনি ১৩ নম্বর বাছাই ইসনারকে হারিয়ে দেন ৭-৬ (৭-০), ৭-৬ (৮-৬) ও ৭-৫ সেটে। গ্যাসকুয়েটের বিপক্ষে শেষ আটে লড়বেন তিনি। আরেক সুইস তারকা ওয়াওরিঙ্কা যুক্তরাষ্ট্রের অবাছাই ডোনাল্ড ইয়াংকে ৬-৪, ১-৬, ৬-৩ ও ৬-৪ সেটে হারিয়ে দেন। ওয়াওরিঙ্কা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন মারেকে বিদায় দেয়া এ্যান্ডারসনের বিপক্ষে।
×