ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা দ্বিতীয় পত্র

প্রকাশিত: ০৬:৫২, ৯ সেপ্টেম্বর ২০১৫

বাংলা দ্বিতীয় পত্র

১. ‘অভিধান’ শব্দের অন্য অর্থ কী? ক) বাক্য কোষ খ) অর্থকোষ গ) শব্দকোষ ঘ) ভাষাকোষ ২. তৎসম ও অতৎসম শব্দে যুক্তব্যঞ্জনের ক্ষেত্রে চ-বর্গের পূর্বে কোন বর্ণটি বসে? ক) ষ খ) শ গ) স ঘ) ণ ৩. লিঙ্গ কয় প্রকার? ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) ছয় ৪. মা বললেন, “অঙ্ক করতে বসো।” বাক্যে কী কী বিরাম চিহ্ন ব্যবহৃত হয়েছে? ক) কমা, দাঁড়ি, ইলেক খ) কমা, উদ্ধরণচিহ্ন, দাঁড়ি গ) উদ্ধৃতিচিহ্ন, সেমিকোলন, ড্যাস ঘ) কমা, দাঁড়ি, হাইফেন ৫. নিচের কোন বানানটি সঠিক? ক) আশীস খ) দুর্নীতি গ) কিশোরি ঘ) মুমূর্ষূ ৬. ‘সাধক’ শব্দের সঠিক স্ত্রীলিঙ্গ কোনটি? ক) সাধু খ) সাধিকা গ) সাধকা ঘ) সাধ্বী ৭. ‘তোমার নেই নেই ভাব গেল না’ কোন অর্থে দ্বিরুক্ত? ক) বিশেষণ রূপে খ) ক্রিয়া বিশেষণ গ) সামান্য অর্থে ঘ) আধিক্য অর্থে ৮. ‘নীরব’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) নিঃ + রব খ) নী + রব গ) নি + রব ঘ) নীঃ + রব ৯. ভাষার মৌলিক অংশ কয়টি? ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ১০. মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়? ক) দু শ্রেণিতে খ) তিন শ্রেণিতে গ) চার শ্রেণিতে ঘ) পাঁচ শ্রেণিতে ১১. কোন যতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়? ক) কমা খ) সেমিকোলন গ) দাঁড়ি ঘ) উদ্ধরণচিহ্ন ১২. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? ক) কুলটা খ) শূদ্র গ) চাতক ঘ) কৃতদার ১৩. ‘ঙ’ - এর উচ্চারণ স্থানের নাম কী? ক) তালু খ) ওষ্ঠ গ) মূর্ধা ঘ) কন্ঠ্য ১৪. ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কী? ক) কুলিনী খ) মেয়ে কুলি গ) মজুরনী ঘ) কামিন ১৫. বাংলায় কোন কোন পদের পুরুষ নেই? ক) সর্বনাম, অব্যয় খ) বিশেষণ, ক্রিয়া গ) সর্বনাম, বিশেষ্য ঘ) বিশেষণ, অব্যয় ১৬. শিমুল মাঠে খেলতে গেল- এ বাক্যে উদ্দেশ্যপদ কোনটি? ক) শিমুল খ) মাঠে গ) খেলতে ঘ) গেল ১৭. ‘পুলিশের চোখ আসামির দিকে।’ এ বাক্যে ‘চোখ’ শব্দটির ব্যবহৃত অর্থ - ক) আঁখি খ) দৃষ্টি গ) রোগ ঘ) ফাঁকি ১৮. পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয়, তাকে বলে- ক) সন্ধি খ) স্বরসন্ধি গ) ব্যঞ্জনসন্ধি ঘ) বিসর্গ সন্ধি ১৯. কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে- ক) ই-কার হবে খ) ঈ-কার হবে গ) ই-কার অথবা ঈ-কার হবে ঘ) দুটোই হবে ২০. ট বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? ক) ন খ) ণ গ) ন্ন ঘ) ন্য ২১. কমা, সেমিকোলন, কোলন, হাইফেন ব্যবহৃত হয় বাক্যের- ক) সমাপ্তিতে খ) মধ্যে গ) প্রথমে ঘ) ভূমিকায় ২২. স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে? ক) স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে খ) শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে গ) সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে ঘ) যুগ্ম-স্বরধ্বনির ব্যবহারকে ২৩. কোন বানানটি সঠিক? ক) প্রধানত খ) প্রধানত: গ) পুনপুন ঘ) পুনপুনঃ ২৪. ‘ণ্ট’ এর পর বর্ণানুক্রমিক যুক্তাক্ষর কোনটি? ক) ণ্ঠ খ) ণ্ড গ) ণ্ন ঘ) ণ্ত ২৫. দ্বিরুক্ত অর্থ কী? ক) দুইবার উক্ত খ) দুইবার ব্যাপ্ত গ) অনুক্ত শব্দ ঘ) জোড়া শব্দ ২৬. বাক্যে সামান্য বিরতির জন্য কী ব্যবহার করা হয়? ক) হাইফেন খ) কমা গ) কোলন ঘ) দাঁড়ি ২৭. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? ক) তৎসম খ) বিদেশি গ) দেশি ঘ) তদ্ভব ২৮. র-ফলা কোথায় যুক্ত হয়? ক) বর্ণের উপরে খ) বর্ণের নিচে গ) বর্ণের পাশে ঘ) বর্ণের আগে ২৯. পদের কোথায় বিসর্গ থাকবে? ক) মধ্যে খ) শেষে গ) প্রথমে ঘ) কোথাও না ৩০. অভিধানে ব্যবহৃত ‘য’ এর পর বর্ণানুক্রম কোনটি? ক) র খ) ল গ) য় ঘ) শ ৩১. নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ? ক) বিদুষী খ) শিশু গ) চেয়ার ঘ) সুন্দর ৩২. অনুভূতির কাল্পনিক অনুকৃতি হলো- ক) ঝিকিমিকি খ) মিউ মিউ গ) গুড় গুড় ঘ) হি হি ৩৩. মহা + ঔষধ = কী হবে? ক) মহাষৌধ খ) মহৌষধ গ) মহৌষধি ঘ) মহাঔষধ ৩৪. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? ক) কবি খ) দাতা গ) নেতা ঘ) বাদশা ৩৫. ‘পুনর্মিলন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) পুনঃ + মিলন খ) পুন + মিলন গ) পুনর + মিলন ঘ) পুর্ন + মিলন ৩৬. কর্তা ক্রিয়ার পরেও বসতে পারে, এর উদাহরণ কোনটি? ক) রানা গান গায় খ) সঙ্গে যাবে কে গ) সে যায় ঘ) মিলি আসে ৩৭. ‘সলিলসমাধি’ শব্দটি গঠিত হয়েছে- ক) প্রত্যয়যোগে খ) উপসর্গযোগে গ) বিভক্তিযোগে ঘ) সমাসযোগে ৩৮. ‘চাঁদের হাট’ - অর্থ কী? ক) অদৃশ্য বস্তু খ) মগের মুল্লুক গ) বিরাট আয়োজন ঘ) আনন্দের প্রাচুর্য ৩৯. ‘অতীত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) অতি + ইত খ) অতী + ইত গ) অতী + ত ঘ) অতি + ত ৪০. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? ক) কলমের সাহায্যে খ) ঠোঁটের সাহায্যে গ) ফুসফুসের সাহায্যে ঘ) বাগযন্ত্রের সাহায্যে ৪১. ‘চতুর’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ক) দুরন্ত খ) সচেতন গ) চালাক ঘ) বোকা ৪২. কোন বানানটি সঠিক? ক) মধ্যাহ্ন খ) পূর্বাহ্ন গ) সায়াহ্ন ঘ) অপরাহ্ন ৪৩. হাইফেনকে বাংলায় কী বলা হয়? ক) ছেদ চিহ্ন খ) সংযোগ চিহ্ন গ) বিরাম চিহ্ন ঘ) বিরতি চিহ্ন ৪৪. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়- কী কী? ক) মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু খ) ক্রিয়ামূল ও ক্রিয়া বিভক্তি গ) গম্ ও গট্ ধাতু ঘ) স্বয়ংসিদ্ধ ও মৌলিক ধাতু ৪৫. শব্দের যে বৈশিষ্ট্য থেকে পুরুষ বা স্ত্রী বোঝা যায় তাকে কী বলে? ক) প্রত্যয় খ) লিঙ্গ গ) বিভক্তি ঘ) পদ ৪৬. নিচের কোনটিতে শব্দের মাঝে স্বরবর্ণের পুনরূপ রয়েছে? ক) উকিল খ) বাউল গ) মৌসুমি ঘ) পৃথিবী ৪৭. ‘গর গর’ কোন ধরনের শব্দ? ক) ধ্বন্যাত্মক শব্দ খ) অনুকার শব্দ গ) মৌলিক শব্দ ঘ) যৌগিক শব্দ ৪৮. কোন বানানটি সঠিক? ক) পতিœ খ) সারণি গ) হরিণি ঘ) সুন্নী ৪৯. ‘বিচ্ছেদ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কী? ক) বিচ্ + ছেদ খ) বিচ্ছে + দ গ) বি + ছেদ ঘ) বি + চ্ছেদ ৫০. সন্দেহ বা ব্যঙ্গ বুঝাতে কোনটি বসে? ক) কমা খ) সেমিকোলন গ) প্রশ্নবোধক ঘ) কোলন সঠিক উত্তর : ১. (গ) ২. (খ) ৩. (খ) ৪. (খ) ৫. (ঘ) ৬. (খ) ৭. (ক) ৮. (ক) ৯. (খ) ১০. (খ) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (ঘ) ১৫. (ঘ) ১৬. (ক) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (খ) ২১. (খ) ২২. (ক) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (ক) ২৬. (খ) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (ক) ৩০. (গ) ৩১. (ক) ৩২. (ক) ৩৩. (খ) ৩৪. (ক) ৩৫. (ক) ৩৬. (খ) ৩৭. (ঘ) ৩৮. (ঘ) ৩৯. (ক) ৪০. (ঘ) ৪১. (ঘ) ৪২. (খ) ৪৩. (খ) ৪৪. (খ) ৪৫. (খ) ৪৬. (খ) ৪৭. (ক) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (গ)
×