ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদি-মালয়েশিয়া ম্যাচ আতশবাজিতে পণ্ড

প্রকাশিত: ০৬:৪১, ১০ সেপ্টেম্বর ২০১৫

সৌদি-মালয়েশিয়া ম্যাচ আতশবাজিতে পণ্ড

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের ‘এ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয় সৌদি আরব ও মালয়েশিয়ার। কিন্তু, দর্শক-বাধায় শেষ পর্যন্ত ম্যাচটা বাতিল করে দিতেই বাধ্য হয় রেফারি। মালয়েশিয়ার শাহ আলম স্টেডিয়ামে এদিন ৮৭ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল সৌদি আরব। কিন্তু, ঠিক সেই সময় গ্যালারিতে আতশবাজি এতটাই অসহনীয় হয়ে গিয়েছিল যে ফিফা কর্মকর্তারা ম্যাচ প- ঘোষণা করে দিতে এক রকম বাধ্যই হন। এমনটাই জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। মাঠের ভেতর লেলিহান শিখার ধোয়া এতটাই বেশি হয়ে উঠেছিল যে, খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে নেয়া হয়। আর এর পরেই আসে ম্যাচ প- হওয়ার ঘোষণা। মূলত স্বাগতিক দল পিছিয়ে থাকার কারণেই দর্শকদের এমন আচরণ। এর আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে ১-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল সংযুক্ত আরব আমিরাতের কাছে। সেই হারের পর থেকেই বিশ্ব মিডিয়ায় মালয়েশিয়ার ভক্তদের হতাশা ও ক্ষোভের কথা উঠে আসে। মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে আবারও তার বহির্প্রকাশ ঘটে। মালয়েশিয়ার যুব ও ক্রীড়ামন্ত্রী নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন।
×