ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেকর্ড ভাঙলেন রানী ভিক্টোরিয়ার

রানী এলিজাবেথের রাজত্ব সবাইকে ছাড়িয়ে

প্রকাশিত: ০৬:৫৫, ১০ সেপ্টেম্বর ২০১৫

রানী এলিজাবেথের রাজত্ব সবাইকে ছাড়িয়ে

ব্রিটেনের রানী হিসেবে দ্বিতীয় এলিজাবেথ সবচেয়ে দীর্ঘসময় দেশটির সিংহাসনে থাকার ইতিহাস সৃষ্টি করলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংগ্রাম করতে থাকা যুক্তরাজ্যের রানী হিসেবে অভিষিক্ত হয়েছিলেন তিনি। দেশটির স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৫টায় তিনি তার দাদার দাদি রানী ভিক্টোরিয়ার ৬৩ বছর সাত মাস দুই দিন ১৬ ঘণ্টা ২৩ মিনিট সিংহাসনে আসীন থাকার সময়টি পেরিয়ে যান। ৮৯ বছর বয়সী এলিজাবেথ তার বাবা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ২৫ বছর বয়সে রানী হিসেবে ব্রিটিশ সিংহাসনে আসীন হয়েছিলেন। তরুণী প্রিন্সেস এলিজাবেথের ব্রিটেনের রানী হওয়ার কথা ছিল না। কিন্তু তার বড় ভাই সপ্তম এ্যাডওয়ার্ড যুক্তরাষ্ট্রের তালাকপ্রাপ্ত উয়িলস সিম্পসনকে বিয়ে করার জন্য ১৯৩৬ সালে সিংহাসনের দাবি ছেড়ে দিলে বাবার উত্তরসূরি হিসেবে এলিজাবেথ মনোনীত হন। বিশেষ এই ক্ষণটি উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রানীর প্রতি শ্রদ্ধা নিবেদনে নেতৃত্ব দেন। ক্যামেরন বলেন, ৬৩ বছর ধরে মহামান্য রানী সতত পরিবর্তনশীল এই বিশ্বে স্থিতিশীলতার এক প্রতীক হয়ে আছেন। তার নিঃস্বার্থ সেবা ও কর্তব্যপরায়ণতা শুধু ব্রিটেনের নয়, সারা বিশ্বের শ্রদ্ধা কুড়িয়েছে। সম্মান ও মর্যাদার সঙ্গে তিনি আমাদের দেশের সেবা করেছেন। তাই আজ খুব সঙ্গতভাবেই আমরা তার অসাধারণ রেকর্ড উদযাপন করব। রানীর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, ঐতিহাসিক এই ক্ষণটি নিয়ে তেমন উচ্ছ্বাস দেখাননি এলিজাবেথ। দীর্ঘ জীবনের কারণেই এই অর্জন বলে মনে করেন তিনি। প্রথমে এই ক্ষণটি তিনি প্রকাশ্য অনুষ্ঠানের মাধ্যমে পালনের পক্ষেও ছিলেন না। কিন্তু জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে পরবর্তী সময়ে সম্মত হন। রানী ভিক্টোরিয়া ১৮৩৭ সালে ১৮ বছর বয়সে ব্রিটিশ সিংহাসনে আসীন হন এবং ১৯০১ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। রানী ভিক্টোরিয়া ও রানী দ্বিতীয় এলিজাবেথের মধ্যে আশ্চর্য কিছু মিল আছে, আবার অমিলও কম নয়। ভিক্টোরিয়া যেদিন রানীর মুকুট পরেন সেদিন লন্ডনের রাস্তায় উৎসবে যোগ দিতে জড়ো হয়েছিল চার লাখ মানুষ। আর রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার দৃশ্য টেলিভিশনে প্রচার করা হয় এবং তা দেখে ব্রিটেনের দুই কোটি ৭০ লাখ মানুষ। রানী ভিক্টোরিয়ার আমলে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটে বিশ্বের এক-চতুর্থাংশ জায়গা জুড়ে। তবে রানী দ্বিতীয় এলিজাবেথের আমলে এই সাম্রাজ্য সঙ্কুচিত হয়ে তিনি এখন যুক্তরাজ্যে ও ১৫টি কমনওয়েলথ দেশ ও ভূখ-ের সরকার প্রধান। রানী ভিক্টোরিয়া তার মেয়াদকালে ব্রিটেনে ১০ জন প্রধানমন্ত্রী বদল হতে দেখেছেন। অন্যদিকে রানী দ্বিতীয় এলিজাবেথের মেয়াদকালে এ পর্যন্ত ব্রিটেনে ১২ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। রানী ভিক্টোরিয়ার নামে ব্রিটেনে ১৫৩টি রাস্তার নাম রাখা হয়েছে। আর রানী দ্বিতীয় এলিজাবেথের নামে আছে ২৩৭টি রাস্তা। - বিবিসি
×