ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন গবেষণা

প্রকাশিত: ০৮:৩২, ১০ সেপ্টেম্বর ২০১৫

নতুন গবেষণা

রোবট এটলাস গুগলের বোস্টন ডায়নামিক বিভাগ এমন এক রোবট নিয়ে কাজ করছে, যা কারও সাহায্য ছাড়াই বনে-জঙ্গলে ঘুরে বেড়াতে পারে। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই রোবটের নাম রাখা হয়েছে এটলাস। অনেকটা নতুন হাঁটতে শেখা মানবশিশুর মতো করে হাঁটতে পারে এটলাস। দ্রুতগতিতে হাঁটলেও এটি নিজের ভারসাম্য বজায় রাখতে পারে। পাশাপাশি হঠাৎ করে সামনে চলে আসা কোন বাধাকে চিহ্নিত করে হাঁটার দিকও পরিবর্তন করতে পারে। সূত্র : সায়েন্স ডেইলি সাবমেরিন রোবট দুই কিলোমিটার সমুদ্রতলে টানা ১০ দিন ধরে কাজ করতে পারে সাবমেরিন রোবট। এমন রোবট সাবমেরিন সমুদ্রের তলদেশে ঘুরে বেড়াচ্ছে। এদের সংখ্যা তিন হাজার ৮৮১টি। ‘আকুয়াবোট’ নামের এ রোবটগুলো দেখভাল করে সমুদ্র ও আবহাওয়া নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ‘আর্গো’। প্রতি ১০ দিন অন্তর এগুলো সমুদ্রের তলদেশের সংগৃহীত তথ্য আর্গোর কেন্দ্রীয় ডাটা সেন্টারে পাঠায়। সূত্র : ডেইলি মেইল
×