অনলাইন |
আজকের পত্রিকা |
ফিচার পাতা |
সাময়িকী |
নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুরে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে অশালীন মন্তব্য করায় আবু তালেব নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কদমতলা গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। আবু তালেব মহেশপুর উপজেলার কদমতলা গ্রামের হাসান আলীর ছেলে।
মহেশপুর থানার ওসি সাহিদুল ইসলাম শাহিন জানান, আবু তালেব নামে এক ব্যক্তি ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে অশ্লীল মন্তব্য করে। জানতে পেরে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়ছে।