ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দাউদ হায়দার

জন্মদিন ॥ শিল্পী শাহাবুদ্দীন

প্রকাশিত: ০৪:৩৩, ১১ সেপ্টেম্বর ২০১৫

জন্মদিন ॥ শিল্পী শাহাবুদ্দীন

রক্তমাখা পৃথিবী, শেষ হয়নি তোমার মুক্তিযুদ্ধ। আমাদের ঘরে-ঘরে যে দুঃস্বপ্ন, দীপ্তিহীন বিভা তুমি জানো কেন উদ্বাস্তুর স্রোত, কেন ক্রুদ্ধ মানুষ ছুটছে দেশ থেকে দেশান্তরে। চারদিকে শিবা হিংস্র সিংহ বাঘ হায়েনা লোলুপ, ওত পেতে বসে আছে। উদ্বাস্তু মুখর পৃথিবী, শরণার্থীর মুখ ভরে গেছে, অসহায় মানুষের আর্তনাদ, আনাচে কানাচে শ্মশানগোধূলি, বুভুক্ষু কবর, খোলসহীন শামুক। আজ তোমার সুস্নিগ্ধ জন্মদিন, জনসমুদ্রে জেগেছে জোয়ার। জানি, হৃদয়ে তোমার চড়া। প্রাণধর্মের শাহাবুদ্দীন, তোমার ছবিতে আঁকো সব মৃত-আয়লানের দেহশরীর, শবাধার। ১০ সেপ্টেম্বর, ২০১৫ বার্লিন, জার্মানি।
×