ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানুষসদৃশ প্রজাতি !

প্রকাশিত: ০৫:১৪, ১১ সেপ্টেম্বর ২০১৫

মানুষসদৃশ প্রজাতি !

দক্ষিণ আফ্রিকায় মানুষের অনুরূপ প্রজাতির দেহাবশেষের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। কঙ্কালগুলো পাওয়া গেছে মাটির নিচে পুঁতে রাখা শবাধার থেকে। একসঙ্গে প্রায় ১৫টির মতো কঙ্কাল একসঙ্গে পাওয়া গেছে। আফ্রিকা মহাদেশে মানুষের অনুরূপ কোন প্রজাতির এক সঙ্গে এতগুলো জীবাশ্ম আবিষ্কারের ঘটনা এটাই প্রথম ঘটনা। খবর বিবিসি অনলাইনের। গবেষকরা দাবি করেছেন, ‘এই উদ্ভাবন মানুষের পূর্বপুরুষ সম্পর্কিত ধারণা বদলে দিতে পারে। ইলাইফ সাময়িকীতে তাদের উদ্ভাবনের খবরটি প্রকাশিত হয়েছে। খুঁজে পাওয়া হাড়গোড়গুলো আরও যে তথ্যটি তুলে ধরে, তা হলো মৃতদেহ শেষকৃত্য করার ধারণাটি সম্ভবত ওই প্রজাতির প্রাণীর মধ্যে প্রচলিত ছিল। প্রজাতিটির নাম তারা দিয়েছেন নালেডি। একে হোমো মানুষের অনুরূপ প্রজাতির গ্রুপে ফেলানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ৩০ লাখ বছর আগে প্রাণীগুলো পৃথিবীপৃষ্ঠে বিচরণ করত। জোহানেসবার্গের উইটস ইউনিভার্সিটির গবেষকরা কঙ্কালগুলো নিয়ে সমীক্ষা করেছেন।
×