ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউএস ওপেন সেমিতে ফেদেরারের প্রতিপক্ষ ওয়ারিঙ্কা

প্রকাশিত: ০৬:২৯, ১১ সেপ্টেম্বর ২০১৫

ইউএস ওপেন সেমিতে ফেদেরারের প্রতিপক্ষ ওয়ারিঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ দুই দিন আগেই চৌত্রিশে পা রেখেছেন রজার ফেদেরার। কিন্তু বয়সের ফ্রেমে নিজেকে বেঁধে না রেখে দুর্দান্ত গতিতেই ছুটছেন টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। বছরের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। কোয়ার্টার ফাইনালে রিচার্ড গ্যাসকুয়েটকে হারিয়ে শেষ চারের টিকেট নিশ্চিত করেন তিনি। সেমিফাইনালে প্রতিপক্ষ এখন তারই স্বদেশী পঞ্চম বাছাই স্টানিসøাস ওয়ারিঙ্কা। সুদীর্ঘ ক্যারিয়ারে ১৭ গ্র্যান্ডসøাম জিতেছেন ফেদেরার। কিন্তু গত কয়েক বছর ধরেই নিষ্প্রভ তিনি। ইউএস ওপেনে তার পারফর্মেন্স আরও বেশি নিষ্প্রভ। সর্বশেষ ২০০৮ সালে ইউএস ওপেনের শিরোপার স্বাদ পেয়েছিলেন ফেড এক্সপ্রেস। তাই ১৮তম গ্র্যান্ডসøাম জয়ের মধুর স্বাদ নিতে এবারের আসরে খেলতে নামেন তিনি। এখন পর্যন্ত সঠিক পথেই আছেন ফেদেরার। ইতোমধ্যে ১০ম বারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে ১২তম বাছাই রিচার্ড গ্যাসকুয়েটকে সহজেই হারান সুইস তারকা। এদিন তিনি ৬-৩, ৬-৩ এবং ৬-১ গেমে পরাজিত করেন ফরাসী প্রতিপক্ষকে। প্রথম সেট মাত্র ৩০ মিনিটে নিষ্পত্তি ঘটান ফেদেরার। ৬-৩ গেমে সেটটি জিতেন তিনি। দ্বিতীয় সেটেও নিজের আধিপত্য বজায় রাখেন। ৩৪ মিনিটের সমান ব্যবধানেই জিতেন তিনি। আর তৃতীয় ও শেষ সেটে গ্যাসকুয়েটকে দাঁড়াতেই দেননি ফেদেরার। ২৩ মিনিটে ৬-১ গেমে তৃতীয় সেট জিতে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। তবে নিজের পারফর্মেন্সে সন্তুষ্ট নন ফেদেরার, ‘আগের রাউন্ডে জন ইসনারের বিপক্ষে ভাল কিছু সার্ভ করেছি। তবে এ ম্যাচে তা করতে পারিনি। ফলে ম্যাচটি শেষ হতে বেশ সময় লেগেছে। আরও ভাল খেলা উচিত ছিল আমার। তবে আমি আক্রমণাত্মক খেলেছি এবং খেলাটা উপভোগ করেছি।’ ফেদেরার মতো সহজ জয়ের স্বাদ নিয়ে সেমিফাইনালে পা রেখেছেন তার স্বদেশী ওয়ারিঙ্কাও। ১৫তম বাছাই দক্ষিণ আফ্রিকার কেভিন এ্যান্ডারসনকে সরাসরি সেটে হারিয়েছেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের সেমিতে উঠলেন ওয়ারিঙ্কা। প্রথম সেটেই শুভসূচনা করেন সুইস তারকা। ৪০ মিনিট লড়াইয়ের পর ৬-৪ গেমে সেটটি জিতেন তিনি। দ্বিতীয় সেটও একই ব্যবধানে জিতেছেন ওয়ারিঙ্কা। এ জন্য সময় লেগেছে ৪২ মিনিট। আর তৃতীয় সেটে প্রতিপক্ষকে লড়াই করার সুযোগই দেননি ওয়ারিঙ্কা। তাতে মাত্র ২৫ মিনিটেই নিষ্পত্তি ঘটে তৃতীয় সেটের। ৬-০ ব্যবধানে তৃতীয় শেষ সেট জিতে ম্যাচেরও ইতি ঘটান ওয়ারিঙ্কা। তাই এ ম্যাচে নিজের পারফর্মেন্সে বেশ খুশি ওয়ারিঙ্কা, ‘টুর্নামেন্টের সেরা ম্যাচটি খেললাম আজ। দারুণ পারফর্মেন্স। তা করার জন্য প্রস্তুত।’ এর আগে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচ ও নবম বাছাই ক্রোয়েশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন মারিন চিলিচ। কোয়ার্টার ফাইনালে জোকোভিচ ৬-১, ৩-৬, ৬-৩ ও ৭-৬ (৭/২) গেমে হারান অষ্টাদশ বাছাই স্পেনের ফ্যালিসিয়ানো লোপেজকে। আর চিলিচ ৬-৪, ৬-৪, ৩-৬, ৬-৭ (৩/৭) ও ৬-৪ গেমে হারিয়েছেন ১৯তম বাছাই ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গাকে।
×