ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলে ইউএনও অফিসে ফাটল ॥ দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ০৫:৫৩, ১২ সেপ্টেম্বর ২০১৫

বাউফলে ইউএনও অফিসে ফাটল ॥ দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১১ সেপ্টেম্বর ॥ বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ভবনে ফাটল ধরেছে। আর এই ফাটলের মধ্যে ঝুঁকি নিয়ে অফিস করছেন তিনি ও তার অন্যান্য কর্মকর্তারা। যে কোন সময় ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩ জুলাই ১৯৮৩ সালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হিসেবে দোতালা এ ভবনটি নির্মাণ করা হয়। বর্তমানে এ ভবনের দোতালায় উপজেলা নির্বাহী আফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, নিচতালায় মাধ্যমিক শিক্ষা, সমাবায় ও খাদ্য কর্মকর্তার অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ভবনের দোতালার পশ্চিম পাশে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইওর) অফিস হিসেবে ব্যবহার করা হলেও কয়েক বছর আগে সেই অফিস সরিয়ে হল রুমের দোতালায় দেয়া হয়েছে। আর সেখানে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানে অফিস করা হয়। কক্ষ সংকটের কারণে উপজেলা প্রশাসনের দাফতরিক কাজকর্ম সম্পাদনে সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়া ভবনটির পূর্ব পাশে উপজেলা পরিষদের হল রুমটির অবস্থাও ঝুঁকিপূর্ণ। ১৫ জুলাই ১৯৭০ সালে এ হল রুমটি নির্মাণ করা হয়। হল রুমটির নিচতলায় পরিষদের সভা, সেমিনারসহ নানা অনুষ্ঠানাদি হয়ে থাকে। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও পরিষদের হল রুমের সবকটি আরসিসি কলাম ও গ্রেডবিমে ফাটল ধরেছে।
×