ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজই অভিষেক বালোতেল্লির!

প্রকাশিত: ০৬:০২, ১২ সেপ্টেম্বর ২০১৫

আজই অভিষেক বালোতেল্লির!

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি আবারও সিরি’এ লীগে ফিরেছেন ইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেল্লি। তবে এখন পর্যন্ত মাঠে নামা হয়নি তার। লীগে আজ মিলান ডার্বি। আর এই মিলান ডার্বি দিয়েই মিশন শুরু করতে পারেন বিশ্বফুটবলের বিতর্কিত এই প্রতিভাবান স্ট্রাইকার। অন্তত মিলানের গোলরক্ষক ক্রিস্টিয়ান আবিয়াতি তাই মনে করছেন। সাবেক ম্যানচেস্টার সিটির এই তারকা ফুটবলারের চোখে-মুখে খেলার দারুণ নেশা দেখতে পারছেন তিনি। এ বিষয়ে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আবিয়াতি বলেন, ‘বালো একজন অসাধারণ মানুষ। তাকে অবশ্যই আমাদের ড্রেসিংরুমের নিয়ম-নীতি গুলো মেনে চলতে হবে। অনুশীলণে তাকে খুবই ভালো মেজাজে দেখা গেছে। আমি মনে করি ইন্টার মিলানের বিপক্ষেই খেলতে চায় সে।’ ইতালিয়ান সিরি’এ লীগে মিলান ডার্বি খুবই গুরুত্বপুর্ণ। কিন্তু গত কয়েক মৌসুম ধরেই তা নিস্প্রভ। কেননা ইতালির এই দ্্ুই ক্লাবই তাদের বাজে সময় পার করছে। তবে মিলানের গোলরক্ষক বলছেন এখনও এই লড়াই খুব জমজমাট হবে। এ বিষয়ে ৩৮ বছর বয়সী গোলরক্ষকের মতে, ‘ডার্বি সবসময়ই আবেগপ্রবণ একটি ব্যাপার। যদিওবা এটা কেবল মৌসুমের তৃতীয় ম্যাচ কিন্তু তারপরও এটা এমন যার জন্য সবসময়ই সমর্থকরা অপেক্ষায় থাকেন এমনকি আমি নিজেও এই লড়াইয়ের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকি।’ এটা অস্বীকার করার কোন উপায় নেই যে বিশ্ব ফুটবলে মারিও বালোতেল্লি একটি পরিচিত নাম। যাকে সকলেই ‘ব্যাডবয়’ নামে চিনেন। মাঠের খেলায় অসাধারণ একজন খেলোয়াড় হলেও তার ক্যারিয়ারে রয়েছে নানা দুর্নাম। বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দিয়েছেন ইতালিয়ান এ তারকা ফুটবলার। তবে সম্প্রতি লিভারপুল থেকে পুরোনো ক্লাব এসি মিলানে ফিরে যেন পুরোপুরিই বদলে গেছেন তিনি। এক বছর আগে সান সিরো থেকে ইংলিশ ক্লাব লিভারপুলে পাড়ি দিয়েছিলেন বালোতেল্লি। তবে বাজে পারফরমেন্সের কারণে ১২ মাসের মাথায় আবারও মিলানে ধারে এসেছেন তিনি। আর তার এবারের আগমনের পর মিলান সিইও আদ্রিয়ানো গালিয়ানি জানিয়েছেন, বালোতেল্লির ‘আমূল পরিবর্তন’ হয়েছে। তার মন্তব্য, ‘বালোতেল্লির অসাধারণ গুনাগুন আছে। আর সে পুরোপুরি বদলে গেছে। এখন মিলানের সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছে। কোচ সিনিসা মিহাজলোভিক ফুটবলারদের সকাল সাড়ে ৮টার সময় নাস্তার জন্য ডাকেন। আর বালোতেল্লি ৮টার আগেই পৌঁছে যায়।’ এসময় তিনি আরও বলেন, ‘সে হয়ত বুঝতে পেরেছে যে এটিই তার শেষ সুযোগ। তাই সে আর সময় নষ্ট করতে চায় না। তার দক্ষতা নিয়ে কখনোই প্রশ্ন করা যাবে না। তাই তার আচরণ যদি সে ঠিক করতে পারে তাহলে নিজেকে ফিরে পাবেই।’
×