ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া ২৯৯

প্রকাশিত: ০৬:০৩, ১২ সেপ্টেম্বর ২০১৫

অস্ট্রেলিয়া ২৯৯

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৯ রান চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করেছে সফরকারী অস্ট্রেলিয়া। লিডসে টস জিতে ব্যাটিং নেয়া অসিরা অবশ্য শুরুতে চাপে পড়ে। ৬.২ ওভারে দলীয় ৩০ রানের মধ্যে টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় অতিথিরা। ওপেনার জো বার্নস ২ ও এ্যারন ফিঞ্চ ১৫ রান করে সাজঘরে ফেরেন। তার আগে ব্যক্তিগত ৫ রানে প্যাভিলিয়নমুখী হন বড় ভরসা অধিনায়ক স্টিভেন স্মিথ। এরপরই হাল ধরেন জর্জ বেইলি ও গ্লেন ম্যাক্সওয়েল। সাবেক অধিনায়ক বেইলি ১১০ বলে ৬ চার ও ১ ছক্কায় করেন ৭৫ রান। তবে ম্যাক্স ছিলেন আক্রমণাত্মক। স্পিনার মঈন আলির বলে বোল্ড হওয়ার আগে ৬৪ বলে ১০ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৮৫ রান করেন বেশ কিছুদিন দলে বাইরে থাকা এই মারকাটারি ব্যাটসম্যান। এক পর্যায়ে ৩০ ওভারে ১৬৭ রান করা অস্ট্রেলিয়াকে এরপর বড় স্কোর পেতে সাহায্য করেন টেল-এন্ডাররা। সমান ৩টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৫০ রান নিয়ে অপরাজিত থাকেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাথু ওয়েড, জন হ্যাস্টিংস ২৬ বলে ৩৪। অতিরিক্ত থেকে আসে ১২ রান। সব মিলিয়ে প্রতিপক্ষকে ঠিক ৩০০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নরা। স্বাগতিক ইংল্যান্ডের হয়ে সফল পেসার ডেভিড উইলি ৩, লিয়াম প্ল্যাঙ্কেট ২ ও স্পিনার মঈন নেন ২টি করে উইকেট।
×