ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ বছরের রেকর্ড ভঙ্গ করল রেলওয়ের পাকশী বিভাগ

প্রকাশিত: ০৫:১৮, ১৩ সেপ্টেম্বর ২০১৫

বিশ বছরের রেকর্ড ভঙ্গ করল রেলওয়ের পাকশী বিভাগ

তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী ॥ বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগে চলতি অর্থবছরে যাত্রী, পার্সেল ও মালামাল বহন করে প্রায় ৬১ কোটি টাকা অতিরিক্ত আয় করেছে। যা গত বিশ বছরের আয়ের রেকর্ড ভঙ্গ করেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক খায়রুল আলম ও পাকশী বিভাগের ব্যবস্থাপক আফজাল হোসেনের সঠিক নির্দেশনা, তদারকি ও দায়িত্বশীলতার কারণে এটি সম্ভব হয়েছে। রেলওয়ে পাকশী বিভাগের দায়িত্বশীল সূত্রের দেয়া তথ্যে মতে এসব জানা গেছে। সূত্রমতে, গত ২০১৩-১৪ অর্থবছরে যাত্রী বহন করে ১৩৬ কোটি ৬৪ লাখ টাকা, পার্সেল বহনে ৬ কোটি ৭৬ লাখ টাকা, মালামাল বহনে ৪৪ কোটি ১৭ লাখ টাকা ও বিবিধ খাতে ৩ কোটি ৯২ লাখ টাকা মিলে মোট ১৯১ কোটি ৪৯ লাখ টাকা আয় করা হয়। ২০১৪-১৫ অর্থবছরে যাত্রী বহন করে ১৪৯ কোটি ৮৪ লাখ টাকা, পার্সেল বহনে ৫ কোটি ৩৬ লাখ টাকা, মালামাল বহন করে ৯৩ কোটি ১০ লাখ টাকা ও বিবিধ খাতে ৪ কোটি ৭ লাখ টাকা মিলে মোট ২৫২ কোটি ৩৭ লাখ টাকা আয় করা করেছে। যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৬১ কোটি টাকা অতিরিক্ত আয় করেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম ও পাকশী বিভাগের ব্যবস্থাপক আফজাল হোসেনের সঠিক নির্দেশনা, তদারকি ও দায়িত্বশীলতার কারণে সম্ভব এসব সম্ভব হয়েছে। এই আয় গত বিশ বছরের আয়ের রেকর্ড ভঙ্গ করেছে। পাকশী বিভাগের ব্যবস্থাপক আফজাল হোসেন জানান, স্টেশন বন্ধ থাকা, ঢাকামুখী ট্রেনে বেশি কোচ সংযোজন করতে না পারা, চালক (এলএম) ও গার্ড সঙ্কট থাকার পরও কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালনের কারণে চলতি অর্থবছরে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এ অতিরিক্ত আয় করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক স্টেশন চালু, ঢাকামুখী ট্রেনে কোচ সংযোজন, চালক (এলএম) ও গার্ড সঙ্কট না থাকলে আরও বেশি আয় করা সম্ভব হতো।
×