ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘গ্রামেই উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা থাকতে হবে’

প্রকাশিত: ০৫:১৮, ১৩ সেপ্টেম্বর ২০১৫

‘গ্রামেই উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা থাকতে হবে’

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ে শনিবার দিনব্যাপী ‘সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০) দলিলের খসড়ার ওপর অংশগ্রহণমূলক আঞ্চলিক পরামর্শ সভা’ অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ এ সভার আয়োজন করে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল প্রতিপাদ্য ‘প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, প্রত্যেক নাগরিকের ক্ষমতায়ন।’ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে গ্রামেই স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা থাকা দরকার। মৎস্য প্রতিমন্ত্রী আরও বলেন, এ অঞ্চলকে বাঁচাতে নদীগুলো নিয়মিত ড্রেজিং করা জরুরী এবং সুন্দরবনকে বাঁচাতে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সুন্দরবন থেকে নিয়মিত গোলপাতা, মধু, মোম আহরণসহ মাছ ধরা নিয়ন্ত্রণেও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি জমি সংরক্ষণে আলাদা নীতিমালা থাকতে হবে। তিনি আরও বলেন, খুলনায় মেয়েদের জন্য ক্যাডেট কলেজ স্থাপন ও মেরিন একাডেমি স্থাপন এখন সময়ের দাবি। এখানে চিকিৎসার সুযোগ সম্প্রসারিত করতে বিশেষায়িত হাসপাতালে সেবার মান বৃদ্ধিসহ প্রয়োজনীয় মেশিন, বিশেষজ্ঞ ও শয্যা সংখ্যা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
×