ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দরিদ্রবান্ধব কর ব্যবস্থায় নায্যতা নিশ্চিতের দাবি

প্রকাশিত: ০৫:১৯, ১৩ সেপ্টেম্বর ২০১৫

দরিদ্রবান্ধব কর ব্যবস্থায় নায্যতা নিশ্চিতের দাবি

প্রকৃত উন্নয়ন করতে হলে পরোক্ষ করের বোঝা কমিয়ে প্রত্যক্ষ করের নায্যতা নিশ্চিত করতে হবে। এতে ধনী-দরিদ্রের মধ্যে কর সমতা ফিরে আসবে। এতে অর্থনীতির চাকা সচল হয়ে দেশের উন্নয়ন ত্বরাম্বিত হবে। শনিবার দিনব্যাপী নীলফামারীতে দরিদ্রবান্ধব কর ব্যবস্থা ও বাজেট বিকেন্দ্রীকরণ বিষয়ে এক মতবিনিময় সভায় বক্তারা এমন কথা বলেন। জেলা শহরে উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে ওই সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় সভার আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা। এ সময় মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, বিশেষ অতিথি এ্যাডঃ জোনাব আলী, উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দীন আলী এ্যাডঃ অসিত ধর প্রমুখ। Ñস্টাফ রিপোর্টার, নীলফামারী
×