ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদ-উল-আযহা সামনে রেখে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০১৫

ঈদ-উল-আযহা সামনে রেখে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঈদ-উল-আযহা সামনে রেখে পশু বোঝাই পরিবহনে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যেই এ ব্যাপারে যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। লোহাগাড়ায় শনিবার দুপুরে ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। জঙ্গী তৎপরতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গীদের গ্রেফতার করা হচ্ছে। নতুন নতুন জঙ্গী আস্তানা আবিষ্কার করা হচ্ছে। জঙ্গীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সরকার সতর্ক অবস্থানে রয়েছে। মন্ত্রী বলেন, বাংলার আপামর জনসাধারণের মন জয় করে এ সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেকে আগে সমালোচনা করতেন। এখন সমালোচকদের মুখ বন্ধ। মন্ত্রী বলেন, পুলিশে যে ৫০ হাজার লোকবল নিয়োগ দেয়া হচ্ছে সেখান থেকে অতিরিক্ত লোকবল দেয়া হবে চট্টগ্রামের জন্য।
×