ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপালে সহিংস বিক্ষোভে পুলিশসহ নিহত ৬

প্রকাশিত: ০৫:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০১৫

নেপালে সহিংস  বিক্ষোভে পুলিশসহ  নিহত ৬

প্রস্তাবিত নতুন সংবিধান নিয়ে নেপালের দক্ষিণাঞ্চলে চলমান সহিংস বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও পাঁচজন বিক্ষোভকারী। শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়লে পাঁচজন নিহত হয়। দেশটির পুলিশ শনিবার এ খবর জানিয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র কমল সিং বাম বলেন, সহিংস বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে ওই পাঁচ বিক্ষোভকারী নিহত হন। এদের মধ্যে মাহোত্তারি জেলার দুজন ও ধানুসা জেলার তিনজন রয়েছেন। এ ঘটনায় পুলিশের একজন কর্মকর্তাও নিহত হন। সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র পুষ্পরাম কেসি শুক্রবার বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা মাহোত্তারি এলাকায় কর্তব্যরত অবস্থায় পুলিশের এক কর্মকর্তাকে বেদম মারধর করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেড় শতাধিক বিক্ষোভকারীরা এ্যাম্বুলেন্সটি আটক করে এবং আহত পুলিশ কর্মকর্তাকে টেনে হিঁচড়ে পাশের একটি মাঠে নিয়ে হত্যা করে। এরপর তারা এ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয়। প্রস্তাবিত নতুন সংবিধান নিয়ে বিক্ষোভে এ পর্যন্ত ১৮ মাস বয়সী এক শিশু ও ১১ পুলিশ কর্মকর্তাসহ ৪২ জন নিহত হয়। -এএফপি
×