ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইলানের বাবাই নৌকা চালাচ্ছিলেন !

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০১৫

আইলানের বাবাই নৌকা  চালাচ্ছিলেন !

সিরীয় শিশু আইলান কুর্দির বাবা আব্দুল্লাহ কুর্দি চোরাচালানিদের সঙ্গে কাজ করতেন এবং তিনিই ডুবে যাওয়া ওই শরণার্থীবাহী নৌকাটি চালাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন নৌকার যাত্রীরা। এসব অভিযোগ গত সপ্তাহের ঘটনা সম্পর্কে আব্দুল্লাহর বলা কথার সঙ্গে মিলছে না। অন্য কেউ নৌকাটি চালাচ্ছিলেন বলে দাবি করেছিলেন তিনি। ইরাকি নাগরিক আহমেদ হাদি জাওয়াদ ও তার স্ত্রী বলেছেন, বড় একটি ঢেউ নৌকাটিকে আঘাত করার পর আব্দুল্লাহ আতঙ্কগ্রস্ত হয়ে নৌকার গতি বাড়িয়ে দিয়েছিলেন। ওই দুর্ঘটনায় জাওয়াদ দম্পতির ১১ বছর বয়সী কন্যা ও নয় বছর বয়সী পুত্রের মৃত্যু হয়। তৃতীয় আরেক জন ঘটনা সম্পর্কে জাওয়াদ দম্পতির বক্তব্য নিশ্চিত করেছেন। তবে এদের কারো বক্তব্যই নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি। শুক্রবার বাগদাদে শ্বশুরবাড়িতে থাকা জাওয়াদ বলেন, যে গল্পটি বলা হয়েছে তা মিথ্যা। কেন সে মিথ্যা কথা বলল তা আমি জানি না। সম্ভবত ভয় পেয়ে বলেছে। নৌকাটি ডুবে যাওয়া পর্যন্ত পুরো সময়টিতে সেই নৌকাটি চালিয়েছে। তিনি দাবি করেন, ঘটনার পর আয়লানের বাবা সাঁতার কেটে তাদের কাছে আসেন এবং দুর্ঘটনার বিষয়ে তার প্রকৃত ভূমিকা কী ছিল তা চেপে যাওয়ার জন্য তাদের হাতে-পায়ে ধরেন।
×