ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এভারটনের কাছেও হার চেলসির

প্রকাশিত: ০৬:০৫, ১৩ সেপ্টেম্বর ২০১৫

এভারটনের কাছেও হার চেলসির

স্পোর্টস রিপোর্টার ॥ পরাজয়ের বৃত্তেই চেলসি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগে এভারটনের কাছেও ধরাশায়ী ব্লুজরা। দলের সেরা তারকা নাইস্মিথের হ্যাটট্রিকের সৌজন্যে এভারটন ৩-১ গোলে হারিয়েছে জোশে মরিনহোর শিষ্যদের। শনিবার এভারটনের মাঠ গুডিসন পার্কে শুরু থেকেই দুর্দান্ত খেলে স্বাগতিকরা। প্রথমার্ধের ১৭ মিনিটেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন স্টিভেন নাইস্মিথ। বাঁপ্রান্ত থেকে ব্রেন্ডন গ্যালোওয়ের নিখুঁত একটি ক্রস থেকে হেডে দারুণ এক গোল করেন তিনি। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এবারও গোলদাতা নাইস্মিথ। ২২ মিনিটে করা নাইস্মিথের দ্বিতীয় গোলে অবদান রাখেন রস বার্কলি। তবে পিছিয়ে পড়া দলকে এগিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে মরিনহোর শিষ্যরা। তার ফলও পায় সফরকারীরা। ম্যাচের ৩৬ মিনিটে গোল করে চেলসির ব্যবধান কমান নেমাঞ্জা মাতিচ। জন ওবি মিকেলের পাস থেকে ব্যবধান ২-১ করেন সার্বিয়ার এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে রাদামেল ফ্যালকাও আর উইলিয়ানকে মাঠে নামান মরিনহো। কিন্তু এভারটন তাদের আধিপত্য ধরে রাখে ঠিকই। ম্যাচের ৮২ মিনিটে অসাধারণ এক কোনাকুনি শটে চেলসি গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে চেলসির জালে বল জড়ান নাইস্মিথ। সেইসঙ্গে হ্যাটট্রিকও পূর্ণ করেন তিনি। গত মৌসুমটা দুর্দান্ত কাটে চেলসির। ম্যানচেস্টার সিটিকে টপকিয়ে প্রিমিয়ার লীগের শিরোপা পুনরুদ্ধার করে তারা। কিন্তু চলতি মৌসুমের শুরুটা একেবারেই বাজেভাবে করেছে ব্লুজরা। চলতি মৌসুমে পাঁচ ম্যাচ খেলে এখন পর্যন্ত জয় মাত্র একটিতে। লীগের প্রথম ম্যাচেই সোয়ানসি সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। দ্বিতীয় ম্যাচে সিটির কাছে ৩-০ গোলের পরাজয়। ওয়েস্ট ব্রুমউইচের বিপক্ষে তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও চতুর্থ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে আবারও হার।
×