ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট

ড্রেজিংয়ের জন্য ফেরি বন্ধ, ক্ষতিপূরণ দাবি সিনো হাইড্রোর

প্রকাশিত: ০৮:৪৩, ১৩ সেপ্টেম্বর ২০১৫

ড্রেজিংয়ের জন্য ফেরি বন্ধ, ক্ষতিপূরণ দাবি সিনো হাইড্রোর

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের ফেরি সার্ভিস শনিবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এর আগে নাব্য সঙ্কট নিরসনে নিরবচ্ছিন্ন ড্রেজিংয়ের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে ৫ দিনের জন্য এই রুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়। তবে বিকল্প পথে ৪টি ফেরি চলছে। শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে সিনো হাইড্রো কর্পোরেশনের উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজারটি। এর আগে শুক্রবার প্রথম দিন নিয়ন্ত্রণ হারিয়ে কুসুমকলি নামের একটি ফেরি এই ড্রেজারটির ওপর ওঠে যায়। এতে ড্রেজারটি ক্ষতিগ্রস্ত হয় এবং ড্রেজিং বন্ধ হয়ে যায়। সারাদিন মেরামতের পর শুক্রবার রাত ৮টা থেকে ফেরিটি আবার কাজ শুরু করে। পরে শনিবার সকাল থেকে আবার তা বন্ধ হয়ে যায়। এ তথ্য দিয়ে বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) সুলতান আহম্মেদ খান বলেন, আমরা সারাদিন ধরে কাজ করেছি ড্রেজারটি ঠিক করতে। এখনও কাজ চলছে। তবে ড্রেজারটি দিয়ে আবার কখন কাজ শুরু হবে তা তিনি বলতে পারেননি। অন্য ৭টি ড্রেজার ড্রেজিং কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সিনো হাইড্রো ড্রেজারের ক্ষতিপূরণ দাবি করেছে বিআইডব্লিউটিসির কাছে। তবে ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি। উদ্ধার হয়নি ফেরি টাপলু ২২টি যানসহ ডুবোচরে চরে অটকাপড়া ফেরি টাপলু ৫ দিনেও উদ্ধার হয়নি। শিমুলিয়া থেকে কাওড়াকান্দি যাওয়ার পথে অর্ধসহস্রাধিক যাত্রীসহ লৌহজং টার্নিয়ে ডুবোচরে আটকে যায় ফেরিটি। যাত্রীরা বিভিন্নভাবে চলে গেলেও গাড়িগুলো চালকসহ আটকে আছে এখনও। এসব তথ্য দিয়ে মাওয়াস্থ বিআইডব্লিউটিসির এজিএম আশিকুজ্জামান বলেন, ফেরিটি উদ্ধারে সবরকম চেষ্টা চলছে। তবে স্রোতের কারণে ব্যাহত হচ্ছে।
×