ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বাড়ল

প্রকাশিত: ০৫:০০, ১৪ সেপ্টেম্বর ২০১৫

পুঁজিবাজারে সূচকের সঙ্গে  লেনদেন বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে সূচকের ইতিবাচক প্রবণতায় ফিরেছে দেশের পুুঁজিবাজার। বেশিরভাগ কোম্পানির দর কমলেও মূলত বড় মূলধনী কোম্পানির দর বাড়ার কারণে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার উত্থানে শেষ হয়েছে লেনদেন। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন মিশ্র প্রবণতায় শেষ হয়েছে। এদিকে বৃহস্পতিবারের তুলনায় রবিবারে ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। বাজার সংশ্লিষ্টদের মতে, পবিত্র ঈদ- উল-ফিতরের আগের বিনিয়োগকারীদের নগদ টাকার চাহিদা বেড়ে যাওয়ায় গত কিছুদিন ধরে বাজারে শেয়ার বিক্রির চাপ বাড়ছিল। কিন্তু রবিবারে সকাল থেকেই বিনিয়োগকারীদের এই প্রবণতা থেকে বের হয়ে আসতে দেখা দেয়। ফলে বেশ কিছু বড় মূলধনী কোম্পানি চাহিদার শীর্ষে ফিরে আসে। তবে তুলনামূলক প্রকৌশল খাতের কোম্পানিগুলোর দর বেড়েছে বেশি। খাতটি সার্বিক লেনদেনের ১৭ দশমিক ৮৬ শতাংশ লেনদেন করেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ৫৪ লাখ টাকার। যা আগের দিনের তুলনায় ৯ কোটি ২৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৪৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৬৯ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮১৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলোÑ বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, আমান ফিড লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, এসিআই লিমিটেড, আল-হাজ্ব টেক্সটাইল, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রেনেটা লিমিটেড, মতিন স্পিনিং মিলস, ইউনাইটেড এয়ারওয়েজ এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : দেশবন্ধু, আরামিট, রূপালী লাইফ, উসমানিয়া গ্লাস, পপুলার লাইফ, এসিআই ফর্মূলেশন, বিডি ল্যাম্পস, বিচ হ্যাচারী, ইনটেক অনলাইন ও বিএসআরএম লিমিটেড।
×