ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোরবানির ঈদ উপলক্ষে ফ্রিজ বিক্রি বাড়ছে

প্রকাশিত: ০৫:০৬, ১৪ সেপ্টেম্বর ২০১৫

কোরবানির ঈদ উপলক্ষে ফ্রিজ বিক্রি বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ যত ঘনিয়ে আসছে, বাড়ছে ফ্রিজ বিক্রির চাপ। দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন এবার গত ঈদ-উল-আযহার তুলনায় প্রায় দ্বিগুণ ফ্রিজ বিক্রির প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশে ফ্রিজ বিক্রিতে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে তারা। ওয়ালটনের এবারের টার্গেট ঈদে ৩ লক্ষাধিক ফ্রিজ বিক্রির। জানা গেছে, কোরবানি ঈদ যতই ঘনিয়ে আসছে দেশের ফ্রিজ ও ফ্রিজারের শোরুমগুলোতে ক্রেতা সমাগম বাড়ছে। বাড়ছে চাহিদা। মানুষের আয় বাড়ছে, সুস্থ রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে এবং গরম আবহাওয়াÑ সব মিলিয়ে এবার ক্রেতারা ফ্রিজ কেনার দিকে ঝুঁকছেন বেশি। আর তাই সংশ্লিষ্টরা বলছেন, এবার ঈদের অনেক আগেই ফ্রিজের বাজার চাঙ্গা হয়ে উঠেছে। ওয়ালটনের চীফ মার্কেটিং কো-অর্ডিনেটর ইভা রেজওয়ানা বলেন, ফ্রিজের বাড়তি চাহিদার বিষয়টি বাজার গবেষণার মাধ্যমে আগেই বুঝতে পেরেছে ওয়ালটন। ফলে রোজার ঈদের পর পরই বাড়ানো হয়েছে উৎপাদন। নতুন নতুন মডেল, আকর্ষণীয় ডিজাইন ও কালারের রেফ্রিজারেটর, টেলিভিশনসহ অন্যান্য হোম এ্যাপ্লায়েন্সেস নিয়ে এসেছে ওয়ালটন। সরবরাহ চ্যানেল ঠিক রাখতে নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত মজুদ। ঈদের আগে পণ্য পরিবহনে নেয়া হয়েছে বাড়তি উদ্যোগ। অন্যদিকে, উৎপাদন বৃদ্ধির ফলে ওভারহেড কস্ট কমে গেছে। আর তাই কমেছে ফ্রিজ ও এলইডি টিভির দাম। তিনি আরও জানান, ফ্রিজ বিক্রিতে এবার প্রায় ৩০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে ওয়ালটন। গত বছরের কোরবানির ঈদের সঙ্গে তুলনা করলে এবার বিক্রির টার্গেট প্রায় দ্বিগুণ। এলইডি টিভি এবং এসি বিক্রিতে গত বছরের প্রথম আট মাসের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে প্রায় ৩৫ ও ৪০ শতাংশ।
×