ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ সংবাদ সম্মেলন

জাল টাকা প্রতিরোধে প্রস্তুত বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৫:০৬, ১৪ সেপ্টেম্বর ২০১৫

জাল টাকা প্রতিরোধে প্রস্তুত বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোরবানির পশুরহাটে জালনোট শনাক্তকরণ ও প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। টাকা জালকারী চক্রের অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে থাকতে অনুরোধ করেছে ব্যাংকটি। একই সঙ্গে দেশের সব টিভি চ্যানেলে প্রাইম টাইমে আসল নোট চেনার উপায় সংবলিত ভিডিও চিত্র প্রচারে তথ্যমন্ত্রীকে অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং টুইটারেও আসল নোটের ভিডিও চিত্র শেয়ার করতে কর্মকর্তাদের বলা হয়েছে। সেই সঙ্গে সারাদেশের পশুরহাটে জালনোট যাচাই সেবা প্রদানের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য রাজধানীসহ সারাদেশের পশুর হাটগুলোতে মোট ৪৬০টি জালনোট শনাক্তকরণ মেশিন দেয়া হচ্ছে। এ ছাড়া জালনোট প্রচলন প্রতিরোধে গঠিত জাতীয় কমিটি ও জেলা কমিটিগুলোকেও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। এদিকে, এবারই প্রথম জালনোট প্রচলন রোধে নেয়া প্রস্তুতির কথা আনুষ্ঠানিকভাবে জানানোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ডেপুটি গবর্নর বেগম নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহাসহ কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ বিষয়ে শুভঙ্কর সাহা বলেন, পশু কেনাবেচা বা অন্য যে কোন লেনদেনে সাধারণ মানুষ যাতে প্রতারণার শিকার না হয় সে জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে নানা প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সব টিভি চ্যানেলে প্রাইম টাইমে আসল নোটের ওপর ভিডিও চিত্র প্রচারে তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঈদ-পূর্ববর্তী রাত পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পশুরহাটে জালনোট যাচাই সেবা প্রদানের নির্দেশনা দিয়েছি।
×