ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্কারের বিদেশী ভাষা বিভাগে চলচ্চিত্র আহ্বান

প্রকাশিত: ০৫:০৯, ১৪ সেপ্টেম্বর ২০১৫

অস্কারের বিদেশী ভাষা বিভাগে চলচ্চিত্র আহ্বান

অস্কারের ৮৮তম আসরের বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ চলচ্চিত্র আহ্বান করেছে। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। ৮৮তম অস্কার বাংলাদেশ কমিটির মিডিয়া কো-অর্ডিনেটর রবিন শামস জানান, ২০১৪ সালের ১ অক্টোবরের পর মুক্তি পাওয়া ও বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ দিন প্রদর্শিত যে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তবে সঙ্গে ইংরেজী সাবটাইটেল থাকতে হবে। ইতোমধ্যে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের হাসান হোল্ডিং, ৯ম তলা, ৫২/১ নিউস্কাটন, ঢাকা ১২১৭ থেকে চলচ্চিত্র জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করার অনুরোধ করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। -বিজ্ঞপ্তি
×