ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কুল হ্যান্ডবলে ভিকারুন্নিসা চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৫:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০১৫

স্কুল হ্যান্ডবলে ভিকারুন্নিসা চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ পোলার আইসক্রিম ২৩তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুন্নিসা নুন স্কুল এ্যান্ড কলেজ। রবিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে তারা ১৪-১ গোলে সানিডেইলকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে। এ নিয়ে সর্বাধিক ১৫বার এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো তারা। স্কলাস্টিকা তৃতীয় ও ধানম-ি টিউটোরিয়াল চতুর্থ হয়েছে। বালক বিভাগের সবেমাত্র প্রথম রাউন্ড শেষ হয়েছে। রবিবার সকালে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে ভিকারুননিসা ১৯-১ গোলে ধানম-ি টিউটোরিয়ালকে পরাজিত করে ফাইনালে ওঠে। পরে দ্বিতীয় সেমিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সানিডেইল ৬-৫ গোলে স্কলাসটিকাকে পরাজিত করে। দুপুরে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় স্কলাসটিকা ৪-০ গোলে ধানম-ি টিউটোরিয়ালকে পরাজিত করে। বিকেলে ফাইনাল অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিওও শাহ মাসুদ ইমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার প্রদান করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, বালক বিভাগের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম হাবিব, বালিকা বিভাগের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হামিদা বেগম। ভিকারুন্নিসা স্কুলের ফাতেমা আক্তার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এদিকে বালক বিভাগে প্রথম রাউন্ডে জয় পেয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজ, সেন্ট গ্রেগরীজ হাইস্কুল ও আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ।
×