ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাড়ির শোভা ডাইনোসর!

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০১৫

বাড়ির শোভা ডাইনোসর!

কয়েক কোটি বছর আগে পৃথিবী শাসন করা ডাইনোসর বর্তমান কালেও সবার কাছে বিস্ময়ের বস্তু। এবার চাইলে আপনিও ঘরে তুলতে পারেন ডাইনোসরের কঙ্কাল। এজন্য আপনাকে খরচ করতে হবে ৫ লাখ পাউন্ড বা ৫ কোটি ৯৫ লাখ টাকা। ব্রিটেনে নিলামে উঠছে ১৫ কোটি বছরের প্রাচীন একটি ডাইনোসরের কঙ্কাল। হিংস্র এ্যালোসরাস প্রজাতির ডাইনোসরের ৯ ফুট উচ্চতার কঙ্কালটি ওয়েস্ট সাসেক্সের নিলাম ঘরে নিলামে তোলা হচ্ছে ২৫ নবেম্বর। নিলাম সংস্থার পরিচালক বলেন, ‘ডাইনোসরের কঙ্কাল শুধু মিউজিয়মেরই আকর্ষণের বস্তু নয়, কারও বিলাসবহুল বাড়িতেও শোভা পাবে এই কঙ্কালটি। বিষয়টি অভিনবও বটে। তিনি আরও বলেন, নিলামে তোলা এই কঙ্কালটি একটি শিশু ডাইনোসরের। আর তারই উচ্চতা ৯ ফুট। তাহলে ভাবুন পূর্ণবয়স্ক একটি এ্যালোসরাস কত বড় হত! করাতের মতো সাজানো দাঁতসহ সম্পূর্ণ চোয়ালবিশিষ্ট এ্যালোসরাস প্রজাতির ডাইনোসরের এই কঙ্কালটি এখনও পর্যন্ত উদ্ধার হওয়া সব ডাইনোসরের কঙ্কালের মধ্যে বিরলতম। এই প্রজাতির ডাইনোসর পৃথিবীতে দাপিয়ে বেড়াতো প্রায় পনেরো কোটি বছর আগে। নিলামে ওঠা এই ডাইনোসরের কঙ্কালটি ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। Ñসূত্র: ইন্টারনেট
×