ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিচারপতি অপসারণে নতুন আইন হচ্ছে

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০১৫

বিচারপতি অপসারণে নতুন আইন  হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের মাধ্যমে বিচারপতিদের অভিশংসনসংক্রান্ত প্রস্তাবিত আইন দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদে উঠবে। রবিবার রাতে জনকণ্ঠকে বিষয়টি জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে গত বছর সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়, যার মাধ্যমে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের পরিবর্তে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে যায়, ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশের প্রথম সংবিধানেও এই ক্ষমতা সংসদের হাতেই ছিল।
×