ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩০ লাখ টাকা আত্মসাত প্রতিবাদ করায় দুদকে অভিযোগ

প্রকাশিত: ০৬:০৭, ১৪ সেপ্টেম্বর ২০১৫

৩০ লাখ টাকা আত্মসাত  প্রতিবাদ করায়  দুদকে অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির প্রভাবশালী নেতাকর্মীদের ৩০ লাখ টাকার আত্মসাতের প্রতিবাদ করায় হয়রানির উদ্দেশ্যে আমার বিরুদ্ধে দুদকে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার সকালে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কথাগুলো বলেছেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরদার খালিদ হোসেন স্বপন। উপজেলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে স্কপন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দেয়া অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, দুদক তাকে তলব করেনি। আঞ্চলিক কার্যালয়ে অনুসন্ধানের প্রয়োজনে এডিবির বরাদ্ধের আড়াই কোটি টাকার কাজের কাগজপত্র চেয়েছে। যেসব কাগজপত্র দুদক চেয়েছেন তার সব কাগজপত্র সংশ্লিষ্ট কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে। লিখিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আরও বলেন, সম্প্রতি বাবুগঞ্জ উপজেলার কাবিটা প্রকল্পের কোন কাজ না করেই ৩০ লাখ টাকা আত্মসাত করেছেন স্থানীয় ওয়ার্কার্স পার্টির কতিপয় প্রভাবশালী নেতা। উপজেলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান অহিদুল ইসলাম, রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান মিলনসহ আ’লীগ ও তার সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
×