ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঈদ যাত্রী পরিবহনে পশ্চিমাঞ্চল রেলের প্রস্তুতি

প্রকাশিত: ০৬:০৮, ১৪ সেপ্টেম্বর ২০১৫

ঈদ যাত্রী পরিবহনে  পশ্চিমাঞ্চল রেলের  প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈদকে সামনে রেখে পশ্চিমাঞ্চল রেলের পাকশী ও লালমনিরহাট বিভাগে নিরাপদ এবং আরামদায়ক যাত্রী পরিবহনে রেল মন্ত্রণালয়ের পক্ষে জিএম খায়রুল আলমের নির্দেশনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঈদ সেস্পাল ট্রেন চালু, প্রায় সব কটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত এসি চেয়ার কোচ সংযোজন, টিকিট কালো বাজারি প্রতিরোধে র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলের বর্তমানে ৪২টি আন্তঃনগর এক্সপ্রেস, ৪২টি মেইল ও ৪৯টি লোকাল ট্রেন চলাচল করছে। ঈদের তিনদিন আগে ও ঈদের পরের সাতদিন পর্যন্ত রাজশাহী, ঈশ্বরদী, ঢাকার মধ্যে চলাচলকারী পদ্মা-সিল্ক সিটি ও ধূমকেতুসহ ৬টি আন্তঃনগর ট্রেনে এবং রাজশাহী-ঈশ্বরদী-খুলনা এবং রাজশাহী-ঈশ্বরদী-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী আন্তঃনগর কপোতাক্ষ-সাগরদাঁড়ি ও সীমান্ত এক্সপ্রেস ট্রেনে একটি করে অতিরিক্ত চেয়ার কোচ যোগ করা হবে। খুলনা-ঈশ্বরদী-ঢাকা ও পার্বতীপুর-ঈশ্বরদী-ঢাকা-পার্বতীপুরের মধ্যে ঈদ সেস্পাল ট্রেন চালানো হবে।
×