ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুক্তি না হওয়া পর্যন্ত মোবাইল গ্রাহকদের তথ্য যাচাই করা হবে না

প্রকাশিত: ০৯:১৪, ১৪ সেপ্টেম্বর ২০১৫

চুক্তি না হওয়া পর্যন্ত মোবাইল গ্রাহকদের তথ্য যাচাই করা হবে না

স্টাফ রিপোর্টার ॥ চুক্তি না হওয়ার আগে জাতীয় পরিচয়পত্রের তথ্যভা-ার (এনআইডি) কর্তৃপক্ষ কোন মোবাইল গ্রাহকের তথ্য যাচাই করবে না। মোবাইল অপারেটররা এ জন্য এনআইডি কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করে যাচ্ছে। এখন পর্যন্ত মোবাইল অপারেটরদের সঙ্গে এনআইডি কর্তৃপক্ষের কোন চুক্তি হয়নি। তবে মোবাইল অপারেটররা গ্রাহকদের কাগজপত্র এনআইডি কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে। গত বৃহস্পতিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছিলেন, রবিবার থেকে গ্রাহকদের তথ্য যাচাই শুরু করা হবে। তার আগেই মোবাইল অপারেটরগুলো এনআইডি কর্তৃপক্ষকে গ্রাহকদের তথ্য সরবরাহ করবে। মোবাইল অপারেটররা গ্রাহকদের তথ্য দিলেও এনআইডি কর্তৃপক্ষ বলছে, চুক্তি ছাড়া কোন মোবাইল গ্রাহকের তথ্য জানানো হবে না। এনআইডি কর্তৃপক্ষের নিয়মানুযায়ী তথ্য যাচাইয়ের জন্য চুক্তির প্রয়োজন হবে।
×