ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাশিয়ায় সুদের হার ১১ শতাংশ

প্রকাশিত: ০৪:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০১৫

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাশিয়ায় সুদের হার ১১ শতাংশ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদের হার ১১ শতাংশ নির্ধারণ করেছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের প্রধান এলভিরা নাবিউলিনা জানান, ২০১৭ সালের মধ্যে মূল্যস্ফীতি ৪ শতাংশে নামিয়ে আনতে এবং ডলারের বিপরীতে রুবলের মান ২ শতাংশ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। মূল্যস্ফীতির লাগাম টানতে না পারায় গত ডিসেম্বরে দেশটির সুদের হার বাড়িয়ে ১৭ শতাংশ নির্ধারণ করা হয়। এরপর চলতি বছর ৫ দফায় সুদের হার কমানো হয়। রুশ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মনে করছেন, আগামী কয়েক মাসের মধ্যে নিত্যপণ্যের দাম আরও কমে আসবে। চলতি বছর রাশিয়ার আর্থিক প্রবৃদ্ধির হার তিন দশমিক ৯ থেকে ৪ দশমিক চার এবং আগামী বছর ২০১৫’র তুলনায় শূন্য দশমিক ৫ থেকে এক শতাংশ বেশি হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ইউরোজোনে তত্ত্বাবধানকারী ব্যাংক প্রতিষ্ঠা করা হচ্ছে ব্যাংকিং খাতকে ঝুঁকিমুক্ত রাখতে ইউরোজোনের ব্যাংকগুলোর জন্য একটি তত্ত্বাবধানকারী ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছেন জোনভুক্ত দেশের নীতিনির্ধারকরা। পাশাপাশি একটি সংস্থা প্রতিষ্ঠার কথাও ভাবা হচ্ছে, যা ইউরোজোনের বিপর্যস্ত ব্যাংকগুলোর জন্য যে কোন সময় একক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখবে। এছাড়াও, ঝুঁকিপূর্ণ ব্যাংকের গ্রাহকদের দায়িত্বও নেবে এই বিশেষ ব্যাংক ও সংস্থাটি। এক্ষেত্রে ইউরোপের ব্যাংকগুলোর সম্মিলিত তহবিল থেকেই সব ধরনের অর্থ সহায়তা নেয়া হবে। সম্প্রতি লুক্সেমবার্গে ইউরোজোনের অর্থমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় ইউরোগ্রুপের প্রেসিডেন্ট ইয়োরান দাইসোব্লুম বলেন, ব্যাংকিং খাতের ঝুঁকি মোকাবেলায় ইউরোপের সব দেশকে এগিয়ে আসতে হবে। তবে এ ধরনের স্কিম চালুর আগে ব্যাংকগুলোর সক্ষমতা যাচাইয়ের দাবি জানিয়েছে জার্মানি। -অর্থনৈতিক রিপোর্টার
×