ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

প্রকাশিত: ০৬:১৮, ১৫ সেপ্টেম্বর ২০১৫

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৪ সেপ্টেম্বর ॥ কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগে রেখে ময়মনসিংহকে নতুন বিভাগ ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সম্মিলিত নাগরিক ফোরাম ও অনলাইন এ্যাক্টিভিষ্ট ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে জেলাবাসীর পক্ষে এ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের সমন্বয়কারী এনায়েতম করিম অমি লিখিত বক্তব্য পাঠ করেন। ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৪ সেপ্টেম্বর ॥ মিজানুর রহমান স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লায়ন এমএ আউয়াল। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য প্রফেসর সামছুল ইসলাম, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শাহজাহান, উপজেলা চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন, পৌর মেয়র ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বেলাল আহম্মদ। ধানের চারা বিতরণ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় কয়েক দফা বন্যার ধকল কাটিয়ে ফের চাষে নামছেন কৃষকরা। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন জনপদে চলতি মৌসুমে আমন চাষ শুরু হয়েছে। বন্যার কারণে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় বেশিরভাগ জায়গায় কৃষকরা বীজতলা সঙ্কটে পড়েছে। ফলে উপজেলা কৃষি বিভাগ বেশি ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সরকারীভাবে বিনামূল্যে ধানের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ বলেন, জুন ও জুলাই মাসের কয়েক দফা বন্যায় উপজেলার বিভিন্ন জনপদে রোপা আমন ও বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। বাইসাইকেল বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৪ সেপ্টেম্বর ॥ সদ্য বিলুপ্ত ছিটমহলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক ও দরিদ্র জনগোষ্ঠীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৯৯ ছাত্রীদের মাঝে সোমবার ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। দুপুরে ঠাকুরগাঁও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও বেসরকারী এনজিও সংস্থা ইএসডিও’র যৌথ উদ্যোগে ওই সাইকেল বিতরণ করা হয়। এ উপলক্ষে ঠাকুরগাঁও ইএসডিও’র প্রধান কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার মহাব্যবস্থাপক খুরশীদ আলম।
×