ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিন্যান্স ও ব্যাংকিং

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

১. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে কিসের ওপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়? ক) আসলে ওপর খ) বাট্টার ওপর গ) সুদাসলের ওপর ঘ) কমিশনের ওপর ২. একটি লাভজনক প্রতিষ্ঠন লাভের পরিবর্তে কীভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে? ক) আর্থিক অব্যবস্থাপনা করণে খ) দক্ষ জনশক্তির কারণে গ) অনগ্রসর ব্যাংক ব্যবস্থার কারণে ঘ) অধিক মূলধনের কারণে ৩. নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় তাকে কী বলে? ক) লভ্যাংশ খ) বহিস্থ তহবিল গ) ঋণ তহবিল ঘ) অবণ্টিত মুনাফা ৪. বিনিয়োগ সিদ্ধান্তের সঠিক মূল্যায়নে কী প্রয়োজন? ক) নীতিমালা খ) সঠিক ধারণা গ) বাজেট প্রণয়ন ঘ) বাজেট প্রয়োগ ৫. কখন বিভিন্ন রকম পরিচালনা ব্যয়ের সৃষ্টি হয়? ক) শিক্ষা ক্ষেত্রে খ) প্রতষ্ঠান চালানোর ক্ষেত্রে গ) বাড়ি তৈরিতে ঘ) ঝুঁকি থাকলে ৬. মি.পাটোয়ারির ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে উচিত হবে- র. ঝুঁকিসমূহ চিহ্নিত করা রর. ঝুঁকি পরিমাপ করা ররর. অনিশ্চয়তা পরিহার করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৭. সাধারণভাবে ব্যাংক বলতে আমরা কোনটিকে বুঝি? ক) কেন্দ্রীয় ব্যাংক খ) বাণিজ্যিক ব্যাংক গ) বিশেষায়িত ব্যাংক ঘ) শিল্প ব্যাংক ৮. ঝুঁকি সৃষ্টির উৎস কী? ক) প্রত্যাশিত ফলাফলের গরমিল খ) প্রাপ্ত ফলাফলের গরমিল গ) প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের গরমিল ঘ) মূলধন ও উত্তোলনের গরমিল ৯. একটি ব্যবসায়ের উত্তরোত্তর সমৃদ্ধির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে কোনটি? ক) মূলধন বাজেটিং সিদ্ধান্ত খ) লভ্যাংশ নীতি সিদ্ধান্ত গ) আর্থিক নীতি সিদ্ধান্ত ঘ) মূলধন কাঠামো সিদ্ধান্ত ১০. দীর্ঘমেয়াদি তহবিল উৎসের অন্তর্ভুক্ত হলো- র ঋণ রর ঋণপত্র ররর লিজিং নিচের কোনটি সঠিক? ক) রও রর খ) রও ররর গ) ররও ররর ঘ) র,ররও ররর ১১. কোনো প্রতিষ্ঠান নতুন পণ্য বাজারে ছাড়ার আগে নিচের কোনটি প্রয়োগ করে নতুন পণ্যের সম্ভাবনা বিচার করে? ক) বাজার নীরিক্ষণ খ) মূলধন বাজেটিং গ) বিকল্প দ্রব্য নীরিক্ষণ ঘ) ভোক্তার রুচি ১২. কোন নীতি তহবিল সংগ্রহের ক্ষেত্রে একটি উৎসের বদলে বহুবিধ উৎস থেকে তহবিল সংগ্রহ করাকে প্রাধান্য দেয়? ক) উপযুক্ততার নীতি খ) সুযোগ ব্যয় নীতি গ) সমন্বয়সাধন নীতি ঘ) বৈচিত্র্যয়ণ নীতি ১৩. নতুন ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়নের উৎস হিসেবে কোনটি অধিকতর যুক্তিসঙ্গত? ক) লিজিং খ) সঞ্চয় গ) অবণ্টিত মুনাফা ঘ) স্বল্পমেয়াদি ঋণ ১৪. ঋণমূলধন খরচ ১৫% এবং কর হার ৩০% হলে কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ- র. ১০.৫% রর. ১১% ররর. ১২% নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৫. মালিক পক্ষের প্রদত্ত তহবিলকে কী বলা হয়? ক) অভ্যন্তরীণ তহবিল উৎস খ) বহি:স্থ তহবিল উৎস গ) পারিবারিক তহবিল উৎস ঘ) বৈদেশিক তহবিল উৎস ১. (গ) ২. (ক) ৩. (ঘ) ৪. (ক) ৫. (খ) ৬. ৭. (খ) ৮. (গ) ৯. (ক) ১০. (ঘ) ১১. (খ) ১২. (ক) ১৩. (ক) ১৪. (খ) ১৫. (ক)
×