ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসলাম ও নৈতিক শিক্ষা

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২৪. মুসলিম হিসেবে জীবনযাপন করতে হলে আমাদের- র. ইসলাম বিষয়ক জ্ঞানার্জন করতে হবে রর. নিয়মিত বই পড়তে হবে ররর. ইসলামী শিক্ষা বিষয়ক বই পড়তে হবে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ২৫. “আল্লাহর পথে যে বান্দার দু পায়ে ধুলি লাগে সে পা জাহান্নামের আগুন স্পর্শ করবে না।” - কে বলেছেন? ক) হযরত আবু বকর (রা) খ) হযরত ওমর (রা) গ) হযরত আবু হানিফা (রা) ঘ) হযরত মুহাম্মদ (স) ২৬. “পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন”- আয়াতটি কোন সূরার? ক) সূরা আলাকের খ) সূরা নাযআতের গ) সূরা নিসার ঘ) সূরা বাকারা ২৭. মুসলিম বাহিনী মক্কা বিজয় করেছিল- র. বিনা রক্তপাতে রর. কাফিরদের প্রবল প্রতিরোধের মুখে ররর. কোনো প্রকার বাধা ছাড়াই নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ২৮. “ সেদিন সেই মুক্তি পাবে, যে আল্লাহর নিকট বিশুদ্ধ অন্ত:করণ নিয়ে আসবে।” কোন সূরার অন্তর্গত? ক) সূরা আল হজ্জ খ) সূরা শুআরা গ) সূরা মূলক ঘ) সূরা নুর ২৯. কাজের সফলতা কিসের ওপর নির্ভর করে? ক) সততারখ) পরিশ্রমের গ) সময়ের ঘ) নিয়তের ৩০. নবি-রাসুলগণ ছিলেন- র. আল্লাহর মনোনীত বান্দা রর. সর্বোচ্চ মর্যাদাবান ররর. নিষ্পাপ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩১. কুরআন নাযিলের প্রকৃত উদ্দেশ্য কখন সাধিত হবে? ক) যখন আমরা মুখস্থ করব খ) যখন আমরা প্রচার করব গ) যখন আমরা অন্যকে বুঝাব ঘ) যখন আমরা বুঝে তিলাওয়াত করব ৩২. ইজমা শব্দের বাংলা প্রতিশব্দ কী? ক) সংশয় খ) সংকল্প গ) ঐকমত্য ঘ) দ্বিমত ৩৩. মুনাফিককে চেনা যাবে- র. তার মিথ্যা কথায় রর. তার অশ্লীলতায় ররর. তার অবিশ্বস্ততায় নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৩৪. সূরা আশ-শামল এর আয়াত সংখ্যা ক) ১৩টি খ) ১৪টি গ) ১৫টি ঘ) ১৬টি ৩৫. মানুষের কল্যাণের জন্য ইসলামের বিধিবিধান কে জারি করেছেন? ক) আল্লাহ তায়ালা খ) হযরত মুহাম্মদ (স) গ) আল্লাহ ও তাঁর রাসুল (স)ঘ) রাসুল (স) এবং খলিফাগণ ৩৬. খুলাফায়ে রাশেদুনের আমলে আরবের শ্রেষ্ঠ ধনী কে ছিলেন? ক) হযারত আলি (রা) খ) হযরত উমর (রা) গ) মুয়াবিয়া (আ) ঘ) হযরত উসমান (রা) ৩৭. ইসলাম অর্থ - র. শান্তি রর. আত্মসমর্পণ করা ররর. আনুগত্য করা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৮. ‘কিতাবুল জিবার’ গ্রন্থখানি কোন বিষয়ের ওপরে রচিত? ক) রসায়ন খ) গণিত গ) চিকিৎসা ঘ) পদার্থ ৩৯. ইমানের বিষয়গুলো কিসের দ্বারা প্রমাণিত? ক) ইযমা ও কিয়াস খ) কুরআন ও হাদিস গ) কুরআন ও কিয়াস ঘ) হাদিস ও কিয়াস ৪০. “দুশ্চরিত্র ও দৃঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না” এটি কার বাণী? ক) প্রধানমন্ত্রীর খ) পীর আউলিয়ার গ) আল্লাহ তায়ালার ঘ) মহানবি (স) এর ৪১. ইমানের বহি:প্রকাশ কী? ক) তাওহীদ খ) আমল গ) ইলম ঘ) ইসলাম
×