ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাল্টা একহাত সানিয়ার

প্রকাশিত: ২০:০৫, ১৫ সেপ্টেম্বর ২০১৫

পাল্টা একহাত সানিয়ার

অনলাইড ডেস্ক॥ ডাবলসে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে তাঁর সমালোচকদের একহাত নিলেন সানিয়া মির্জা। দেশের সেরা ক্রীড়াসম্মান রাজীব খেলরত্ন তাঁর পাওয়া ঘিরে বিতর্ককে টেনে এনে বলেছেন, ‘‘যা বুঝছি, আমার টেনিস কেরিয়ারের মাধ্যমে আমি অনেক লোকের খবরের কাগজ বিক্রি বাড়তে সাহায্য করেছি। টিআরপি বাড়িয়ে দিয়েছি।’’ তীর্যক ভাবে বলেন, ‘‘আমি দেখে মুগ্ধ যে, লোকে সম্পূর্ণ ইস্যুহীন বিষয়ে আমাকে এত প্রচার দিয়েছেন।’’ সানিয়ার সাফ কথা, ‘‘আমি টেনিস খেলি, জেতার চেষ্টা করি, জিতিও। আর এ সব কিছু করি নিজের জন্য, আমার দেশের জন্য, আমার পরিবারের জন্য। কে কোথায় কী বলল তার মধ্যে না ঢুকে স্রেফ আমার র‌্যাকেটে সব কিছুর জবাব দিই।’’ এ দিকে, ইতিমধ্যেই সানিয়াকে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ দেওয়ার দাবি উঠে গিয়েছে। রাহুল দ্রাবিড়, যিনি নিজেই অসংখ্য উঠতি ক্রিকেটারের অনুপ্রেরণা, বলেছেন, ‘‘সানিয়া-লিয়েন্ডার শুধু এ দেশের পরের প্রজন্মের টেনিস প্লেয়ারদের কাছেই অনুপ্রেরণা নয়, অন্য সব ক্রীড়াবিদের কাছেও অনুপ্রেরণা।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×