ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এলিট প্যানেল ছাড়লেন মহানামা

প্রকাশিত: ০৫:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০১৫

এলিট প্যানেল ছাড়লেন মহানামা

স্পোর্টস রিপোর্টার ॥ পরিবারকে সময় দিতে ম্যাচ রেফারির পদ ছাড়লেন সাবেক লঙ্কান ক্রিকেটার রোশান মহানামা। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর গত এক যুগ ধরে অত্যন্ত সুনামের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এলিট প্যানেলভুক্ত ম্যাচ রেফারির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। চলতি বছরই আইসিসির সঙ্গে মহানামার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ছয় মাস আগেই নিজেকে সরিয়ে নিলেন ৪৯ বছর বয়সী সাবেক তারকা। ১৯৯৯-এ ক্রিকেটকে বিদায় জানানো মহানামা ২০০৪ সালে এলিট প্যানেলে নাম লিখিয়েছিলেন। তার পরিবর্তে আইসিসি শীঘ্রই নতুন রেফারির নাম ঘোষণা করবে। খেলোয়াড়ি জীবনের পরবর্তীতেও সম্মানের সঙ্গে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে মহানামা। ২০০৪-এ আইসিসির এলিট প্যানেলে যোগ দেয়ার পর তিন-তিনটি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন। এ সময়ে দারুণ দক্ষতায় সামলেছেন ৫৮ টেস্ট, ২২২ ওয়ানডে এবং ৩৫ টি২০ ম্যাচ। বিশ্বকাপ ছাড়া মহানামা ২০০৯ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই দায়িত্ব পালন করেছেন। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সর্বোচ্চ পর্যায়ের কর্র্তাদের প্রশংসা-ভালবাস দুইই পেয়েছেন। কেন ছয় মাস আগে সরে যাচ্ছেন- এমন প্রশ্নে মহানামা পরিবারকেই সামনে টেনে আনেন। পাশাপাশি ক্রিকেটসংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেটের প্রতি প্রচ- ভালবাসা থেকেই এই ধরনের সিদ্ধান্ত নেয়া কঠিন। একজন ক্রিকেটার, কোচ ও ম্যাচ রেফারি হিসেবে গত ৪০ বছর ধরে ক্রিকেট আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। যদিও বিভিন্ন প্রতিবন্ধতার কারণে একটা সময় সবকিছুকেই বিদায় জানাতে হয়। এখন সময় হয়েছে পরিবারকে সময় দেয়ার, সারা জীবন যারা আমার জন্য শুধু ত্যাগ স্বীকার করে এসেছে।’ মহানামা আরও বলেন, ‘আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দীর্ঘ এক যুগ দায়িত্ব পালন করছি। সময়টা বেশ উপভোগ্য ছিল। সত্যিকারের কিছু পেশাদার মানুষের সান্নিধ্য পেয়েছি। দুর্দান্ত কিছু ম্যাচ, অসাধারণ কিছু দেশ দেখার অভিজ্ঞতা হয়েছে। এত বড় সুযোগ দেয়ার জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এবং আইসিসিকে ধন্যবাদ।’ কলম্বোয় ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে মহানামার আন্তর্জাতিক ক্রিকেটে আগমন। একই বছর ওয়ানডেতে। ১৯৯৮Ñএ টেস্ট এবং ১৯৯৯ সালে ওয়ানডে ছাড়েন। দেশের হয়ে খেলেছেন ৫২ টেস্ট ও ২১৩ ওয়ানডে। ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার হয়ে চার বিশ্বকাপে অংশ নিয়েছেন। ১৯৯৬ সালে লাহোরে অস্ট্রেলিয়াকে হারিয়ে লঙ্কানরা এ পর্যন্ত যে একমাত্র ওয়ানডে বিশ্বকাপটি জয় করে, সেটিতে ব্যাটসম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা তার। আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ এ্যালাড্রক মহানামাকে ‘রেফারিদের অগ্রদূত’ বলে অভিহীত করেন।
×