ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল, ভিন্ন ম্যাচে আজ রাতে মাঠে নামছে বেয়ার্ন মিউনিখ, আর্সেনাল, চেলসি

চ্যাম্পিয়ন বার্সিলোনার প্রতিপক্ষ রোমা

প্রকাশিত: ০৫:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০১৫

চ্যাম্পিয়ন বার্সিলোনার প্রতিপক্ষ রোমা

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে নতুন মৌসুমে মিশন শুরুর অপেক্ষায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। আজ রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব এএস রোমা। প্রতিপক্ষের মাঠে জয় দিয়েই মিশন শুরুর প্রত্যয়ের কথা জানিয়েছেন বার্সিলোনা কোচ লুইস এনরিকে। গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে জার্মানির বেয়ার লেভারকুসেন ও বেলারুশের ক্লাব বাটে বরিসভ। মিশন শুরু করছে জার্মান পরাশক্তি বেয়ার্ন মিউনিখ ও ইংলিশ ক্লাব আর্সেনাল। ‘এফ’ গ্রুপের ম্যাচে বেয়ার্নের প্রতিপক্ষ গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোস। অপর ম্যাচে ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেবের মুখোমুখি হবে আর্সেনাল। শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামছে আরেক ইংলিশ ক্লাব চেলসি। প্রিমিয়ার লীগে হতাশার মধ্যে থাকা ব্লুজরা নিজেদের মাঠ লন্ডনের স্টামফোর্ড ব্রিজে খেলবে ইসরাইলের ক্লাব তেল আবিবের বিপক্ষে। গ্রুপের অন্য ম্যাচে লড়বে ইউক্রেনের ডায়নামো কিয়েভ ও পর্তুগালের এফসি পোর্তো। আজ রাতে ‘এইচ’ গ্রুপের দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ভ্যালেন্সিয়া-জেনিট সেইন্ট পিটার্সবার্গ ও জেন্ট-লিও। গত আগস্টে প্লে অফের খেলা শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন্স লীগের ২০১৫-১৬ মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়। ফ্রান্সের মোনাকোতে জমকালো অনুষ্ঠানে গ্রুপিং হয়। এতে সহজ গ্রুপে অবস্থান করছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা বার্সিলোনাকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের ট্রফি কাতালানদের এনে দিয়েছে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের গৌরব। যা আর কোন ইউরোপীয় ক্লাবের নেই। এবারের চ্যাম্পিয়ন্স লীগের শুরুতেও বার্সার জন্য সুখবর। সহজ গ্রুপেই আছেন মেসি-নেইমার-সুয়ারেজরা। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুইবার শিরোপা জয়ের মিশনে শুরুতে সহজ মঞ্চই পেয়েছে বার্সা। আজ সেই মিশন শুরু করছে এনরিকের দল। ড্র অনুষ্ঠানে বার্সিলোনা উয়েফার বিশেষ সম্মাননা পায়। চ্যাম্পিয়ন্স লীগে পাঁচ শিরোপা জয় করায় বার্সিলোনাকে বিশেষ সম্মানে ভূষিত করে উয়েফা। সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘ব্যাজ অব অনার’ পেয়েছে কাতালানরা। ইউরোপ সেরার লড়াইয়ে কমপক্ষে পাঁচ শিরোপা জিতে এর আগে এই সম্মান অর্জন করেছে রিয়াল মাদ্রিদ, এসি মিলান, বেয়ার্ন মিউনিখ ও লিভারপুল। টানা তিন শিরোপা জয়ী আয়াক্সও এই ক্লাবের সদস্য। ‘ব্যাজ অব অনার’ গ্রহণ করতে মঞ্চে ছিলেন বার্সিলোনার পাঁচ শিরোপা জয়ী দলের ভিন্ন পাঁচ প্রতিনিধি। এর মধ্যে অন্যতম কার্লোস পুওল, আন্দ্রেস ইনিয়েস্তা, এরিক আবিদাল। এবার ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে মিশন শুরু করছে স্প্যানিশ পরাশক্তিরা। গত মৌসুমে বলতে গেলে অসাধ্যই সাধন করে বার্সিলোনা। তারা ইউরোপের একমাত্র ও প্রথম দল হিসেবে দ্বিতীয়বার ঐতিহাসিক ‘ট্রেবল’ জয়ের কৃতিত্ব দেখায়। গত ৬ জুন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়া সাফল্য পায় কাতালানরা। অনন্য এই অর্জনের পর বার্সাকে বলা হচ্ছে ইউরোপের সেরা দল। এবার সেই সাফল্যকে আরও বেগবান করার সুযোগ পাচ্ছে বার্সা। স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে বার্সিলোনা। প্রথম দুই ম্যাচে জয় পেতে ঘাম ঝরলেও তৃতীয় ম্যাচে শক্তিশালী এ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে তাদেরই মাঠে। যে কারণে আত্মবিশ্বাসে টগবগ করছে কাতালানরা। বুন্দেসলিগায় এখন পর্যন্ত শতভাগ সাফল্য নিয়ে মাঠে নামছে বেয়ার্ন মিউনিখ। পেপ গার্ডিওলার দলও নামছে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশনে। ইপিএলে বেহাল চেলসি চ্যাম্পিয়ন্স লীগে ভাল শুরুর স্বপ্ন বুনছে। কোচ জোশে মরিনহো এমন অভিলাসের কথাই জানিয়েছেন। পর্তুগীজ লৌহমানব বলেন, ইপিএলে আমাদের শুরুটা জঘন্য হয়েছে। তবে ইউরোপ সেরার লড়াইয়ে দল ভিন্ন মেজাজে খেলবে।
×