ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রস্তুত হয়ে এসেছে আমিরাতের ফুটবলাররা

প্রকাশিত: ০৫:৪০, ১৬ সেপ্টেম্বর ২০১৫

প্রস্তুত হয়ে এসেছে আমিরাতের ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অনুর্ধ ১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব। গ্রুপ ‘ডি’। দল তিনটি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং স্বাগতিক বাংলাদেশ। শক্তির বিচারে শেষের দলের মূলপর্বে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই গ্রুপসেরা হওয়ার দ্বৈরথটা মূলত হবে প্রথম দুটি দলের মাঝেই। আমিরাতের কথাই ধরা যাক। বাংলাদেশ তো বটেই, সৌদিকেও হারিয়ে ভারতে অনুষ্ঠেয় ২০১৬ এএফসির মূলপর্বে যেতে চায় তারা। এ লক্ষ্যে প্রস্তুতি তাদের বেশ ভাল। মঙ্গলবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন আরব আমিরাতের কোচ আব্দুল্লাহ আল শাহীন, ‘আশা করি ভাল পারফর্মেন্স দেখাতে পারব। আমাদের ভাল খেলোয়াড় আছে। প্রস্ততিটাও ভাল।’ বাছাইপর্বে আরব আমিরাতের প্রথম ম্যাচ শুক্রবার বাংলাদেশের বিপক্ষে। বয়সভিত্তিক ফুটবলারদের নিয়ে ২০১৩ সাল থেকে ব্যাপকভাবে কাজ করছে আমিরাত ফুটবল ফেডারেশন। তাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী এবং সুদূরপ্রসারী। দুই বছর আগে ঘরোয়া লীগের ১৭০ ফুটবলারকে প্রথমে বাছাই করে এরপর লীগের খেলাগুলো দেখে সেখান থেকে ২৩ ফুটবলারকে চূড়ান্ত করেন কোচ শাহীন। তাদের নিয়েই একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেছে দলটি। শাহীন এ প্রসঙ্গে বলেন, ‘আমরা স্থানীয় দলের সঙ্গে অনেক প্রস্তুতি ম্যাচ খেলেছি। ইতালিতে একটি টুর্নামেন্টে খেলেছি। সেখানে ভাল করেছি। এমনকি ইংল্যান্ডের অন্যতম ক্লাব লিভাপুলের বয়সভিত্তিক দলের সঙ্গেও প্রস্তুতি ম্যাচ খেলেছি (৩-২ গোলে হার)। প্রস্তুতি ম্যাচ খেলায় আমাদের অভিজ্ঞতাও অনেক বেড়েছে। এদের নিয়ে আমি খুবই আশাবাদী।’ বাংলাদেশের আসার আগে দুবাইয়ে ২২ দিন কঠোর অনুশীলনে ঘাম ঝরিয়েছে শাহীনের শিষ্যরা। এর মধ্যে জর্দানের সঙ্গে ২টি ম্যাচ খেলে ২টিতেই জিতেছে। তবে সর্বশেষ প্রস্ততি ম্যাচে শক্তিশালী ইরাকের কাছে ২-১ গোলে হেরেছে তারা। এছাড়া সৌদি আরব, কাতারের সঙ্গেও প্রস্তুতি ম্যাচ খেলেছে দলটি। এখন দেখার বিষয়, বাংলাদেশে অনুষ্ঠিত বাছাইপর্বে কেমন খেলে তারা।
×