ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল আন্তর্জাতিক রেটিং দাবায়

পরাগ অপরাজিত চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৫:৪১, ১৬ সেপ্টেম্বর ২০১৫

পরাগ অপরাজিত চ্যাম্পিয়ন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ লিওনাইন চেস ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টাঙ্গাইল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। সাড়ে ৬ পয়েন্ট রানারআপ হয়েছেন ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেডের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। অপরদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে ছয় খেলোয়াড় টাইব্রেকিংয়ে তৃতীয় থেকে অষ্টম হয়েছেন যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আব্দুল্লাহ আল-সাইফ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাবেদ, তিতাস ক্লাবের ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ইকরামুল হক সিয়াম এবং বাংলাদেশ নৌবাহিনীর এসএম স্মরণ। এছাড়া সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ছয় জন টাইব্রেকিংয়ে নবম থেকে চর্তুদশ হয়েছেন যথাক্রমে অভিক সরকার, ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবীন, শরীফ হোসেন, শওকত বিন ওসমান, মতিউর রহমান মুন্না এবং ভারতের অভিষেক সরকার। সাত খেলোয়াড় পাঁচ পয়েন্ট সংগ্রহ করলে তাদেরও স্থান নির্র্ধারণ হয়েছে টাইব্রেকিংয়ে। ফলে পঞ্চদশ থেকে একুশতম হয়েছেন যথাক্রমে মাসুম হোসেন, শাহনাজ মোহাম্মদ ফারুক, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, মোহাম্মদ মাঈনুদ্দিন, আবদুল মোমিন, নাসিম হোসেন ভূইয়া এবং নয়ন কুমার মোহন্ত। বিশেষ পুরস্কারের মধ্যে সেরা মহিলা খেলোয়াড় হয়েছেন ফিদেমাস্টার জাকিয়া সুলতানা। অনুর্ধ ১৬ বিভাগে পুরস্কার পেয়েছেন ভারতের অনুশতপ বিশ্বাস। সেরা ননরেটেড হয়েছেন গৌড় সুন্দর বিশ্বাস। এছাড়া টাঙ্গাইলের স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ফাইজুল আনাম ইমরান ও মোহাম্মদ মোস্তফা আলী পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার টাঙ্গাইল বঙ্গবন্ধু অডিটোরিয়ামে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান লায়ন ড. শরিফুল ইসলাম রিপন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন শামীম, সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ হাসান ফিরোজ। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, দাবা ফেডারেশনের যুগ্ম-সম্পাদক শামীম খান ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কাজী জাকেরুল মওলা শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সৈয়দ মাহমুদ তারেক পুলু সভাপতিত্ব করেন। পাঁচ দিনব্যাপী ৮ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে এ আসরে বাংলাদেশ ও ভারতের ৮১ খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করেন। বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে ১ লাখ ২০ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়।
×