ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৯. 'AFTA' বিশ্বের কত নং বৃহৎ অর্থনৈতিক অঞ্চল? ক) ৫ম খ) ৭ম গ) ৮ম ঘ) ৯ম ২০. কোন ওঝঙ - এর পরিধি সীমিত? ক) ISO ৯০০০ খ) ISO ৯০০১ গ) ISO ১৪০০০ ঘ) ISO ৯০০৩ ২১. ASEAN - এর পূর্ণরূপ কী? ক) Association of South East Asian nation খ) Association of Southern East Asian Nation গ) Association of South East Asia nation ঘ) Association of South East Asian nation ২২. আবিষ্কারক ও উদ্ভাবনকারীদের মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন - ক) রিচার্ড টি এলি খ) রিচার্ড ক্যানটিলন গ) জোসেফ এ সুমপিটার ঘ) এস. পি. নিউম্যান ২৩. ব্যবসায়িক কাজের অন্তর্ভুক্ত হলো - র. ভাড়ার বিনিময়ে গাড়ি চালানো রর. পুকুর থেকে মাছ ধরে বিক্রি করা ররর. পরিবারের জন্য সবজি চাষ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৪. খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান থেকে অনলাইনে পণ্য ক্রয়কে কী বলে? ক) অনলাইন মার্কেটিং খ) অনলাইন শপিং গ) অনলাইন নিলাম ঘ) অনলাইন অর্থায়ন ২৫. ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে - র. মানবসম্পদ উন্নয়নে রর. দেশের আয় বৃদ্ধিতে ররর. বেকার সমস্যার সমাধানে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৬. কোনটি বেসরকারি সংস্থা? ক) BSB খ) ICB গ) BITAC ঘ) BRAC ২৭. পশ্চিমা দেশগুলো ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে কেনাকাটার সবচেয়ে জনপ্রিয় ও সহজ ব্যবস্থা কোনটি? ক) ই-কমার্স খ) ই-বিজনেস গ) ই-মার্কেটিং ঘ) ই-রিটেইলিং ২৮. আমাদের দেশে অংশীদারি ব্যবসায়ের চুক্তি কীরূপ? ক) লিখিত খ) মৌখিক গ) নিবন্ধিত ঘ) আংশিক লিখিত ২৯. কোনটির মাধ্যমে সমবায় সম্পর্কে ভবিষ্যতের জন্য পরিকল্পনা প্রণয়ন করতে হবে? ক) দূরদৃষ্টি নিয়ে দেশের বাস্তব অবস্থাকে সামনে রেখে খ) উদ্যোগ গ্রহণের মাধ্যমে কোন ব্যবসায় কার্য সম্পাদন করে গ) প্রশমনের মাধ্যমে উৎসাহিত করলে ঘ) প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ প্রদান করে ৩০. প্রাকৃতিক গ্যাস প্রভাব ফেলেছে - র. কারখানার ওপর রর. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওপর ররর. সিমেন্ট কারখানার ওপর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩১. পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে কারা উদ্যোগ নেন? ক) কতিপয় সমমনা ব্যক্তি খ) কয়েকজন প্রবর্তক গ) শেয়ার হোল্ডারগণ ঘ) কয়েকজন অবসর প্রাপ্ত কর্মচারি ৩২. কোন সংগঠনের মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা? ক) একমালিকানা সংগঠনের খ) অংশীদারি সংগঠনের গ) যৌথ মূলধনী সংগঠনের ঘ) পাইকারি সংগঠনের ৩৩. নতুন ও পুরোনো বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য যে ই-কমার্স সাইটটি গড়ে ওঠেছে সেটি হলো - i. www. ekhaney.com ii. www. rokomari.com iii. www.bikroy.com নিচের কোনটি সঠিক?
×